জয়ার ‘বিউটি সার্কাস’-এর মুক্তি পেছাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়ার ‘বিউটি সার্কাস’-এর মুক্তি পেছাল
সোমবার, ২৫ জুলাই ২০২২



---

নির্মাণের দীর্ঘ সময় পর কিছু দিন আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার পরিচালক মাহমুদ দিদার। ঘোষণা ছিল, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে ‘বিউটি সার্কাস’। তবে কিছু সীমাবদ্ধতার কারণে সেই তারিখ পিছিয়ে দিয়ে প্রযোজনা সংস্থা।

ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক মাহমুদ দিদার। তিনি এও জানিয়েছেন, সেপ্টেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে প্রেক্ষাগৃহের পক্ষ থেকে বুকিং বিষয়ে যোগাযোগও নাকি শুরু হয়েছে বলে নির্মাতা নিশ্চিত করেছেন।

‘বিউটি সার্কাস’ নির্মিত হয়েছে একজন সার্কাস কর্মীর জীবনের সুখ-দুঃখের ঘটনা নিয়ে। এতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘অনেক কষ্ট করে সিনেমাটির শুটিং করেছিলাম। একটি সার্কাস প্যান্ডেলের আয়োজন করা হয়েছিল। সার্কাস শিল্পীদের মতো আমিও প্রশিক্ষণ নিয়ে তাদের মতো করে অভিনয় করেছি।’

অভিনেত্রী আরও জানান, কাজটি করতে গিয়ে তাকে জীবন ঝুঁকির মধ্যে পড়তে হয়েছিল। তবে সবার শুভ কামনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান জয়া। অভিনেত্রীর প্রত্যাশা, ‘আমার সহশিল্পীরাও অনেক কষ্ট করেছেন। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

জয়া ছাড়া এই সিনেমা দেখা যাবে একঝাঁক গুণী অভিনয়শিল্পীকে। তাদের মধ্যে অন্যতম তৌকীর আহমেদ ও ফেরদৌস আহমেদ। এদিকে জয়া আহসান ঢালিউডের পাশাপাশি টলিউডেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি মাঝেমধ্যে সিনেমা প্রযোজনাও করেন।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৫০   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ