পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল: যে কারণে পেছাল উদ্বোধন

প্রথম পাতা » চট্রগ্রাম » পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল: যে কারণে পেছাল উদ্বোধন
শুক্রবার, ২২ জুলাই ২০২২



---

চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ। গত বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে জাহাজ ভিড়িয়ে উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিছু টেকনিক্যাল কাজ সম্পন্ন না হওয়ায় উদ্বোধনের দিনটি পিছিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

একমাস পর টার্মিনালে জাহাজ ভিড়িয়ে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। আগস্টের শেষ সপ্তাহে টার্মিনালটি উদ্বোধন করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি বলেন, ‘কিছু টেকনিক্যাল কাজ সম্পন্ন না হওয়ায় জাহাজ ভেড়ানোর দিনটি পেছাতে হয়েছে। এ কাজটি আরও একমাস পরে হবে।’

পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কমবে জাহাজ জট। কন্টেইনার হ্যান্ডেলিং হবে দ্রুত।

এছাড়া কন্টেইনার ডেলিভারির পর সাগর পাড়ের বেড়িবাঁধের লিংক রোড ধরে যানজট এড়িয়ে গন্তব্যে চলে যেতে পারবে পণ্যবোঝাই গাড়ি।

তাই ব্যবসায়ীদের কাছেও পছন্দের ইয়ার্ড হতে যাচ্ছে পিসিটি। ধীরে ধীরে গিয়ারড জাহাজ (নিজস্ব ক্রেনযুক্ত জাহাজ), কন্টেইনার জাহাজ, জেনারেল কার্গো বার্থে যাত্রা শুরু হবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, ২০১৭ সালের ১৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থে বাস্তবায়নাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল শীর্ষক প্রকল্পটি ১ হাজার ৮৬৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয়।

তখন এর বাস্তবায়নে সময়সীমা নির্ধারিত ছিল ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৩৯৩ কোটি ৪১ লাখ টাকা এবং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করে আরডিপিপি পাঠানো হয়।

প্রাক-সমীক্ষা অনুযায়ী টার্মিনালটির বার্ষিক পরিচালনা ব্যয় ৮ মিলিয়ন মার্কিন ডলার।

পতেঙ্গা কনটেইনার টার্মিনালের প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান সরকার বলেন, ‘বন্দরের মূল জেটির চেয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে কম সময়ে জাহাজ ভেড়ানো সম্ভব হবে। পিসিটির তিনটি জেটিতে একই সাথে ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভেড়ানো যাবে। এছাড়া এ জেটির সাথে সড়কের কানেক্টিভিটি খুবই ভালো হওয়ায় ব্যবসায়ীদের প্রথম পছন্দ হবে পিসিটি।’

তিনি আরও বলেন, ‘এ প্রকল্পে ৫৮৩ মিটার কন্টেইনার টার্মিনালে তিনটি জেটি, ২০৪ মিটারে ডলফিন জেটি, ৮০ হাজার বর্গমিটার আরসিসি পেভমেন্ট/ ইয়ার্ড, ৪২০ মিটার ফ্লাইওভার, ১ দশমিক ২০ কিলোমিটার চার লেইনের রাস্তা নির্মাণ কাজ শেষ হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২:১২:২৭   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ