‘সংলাপে অধিকাংশ প্রস্তাবনাই ইসির এখতিয়ারের বাইরে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সংলাপে অধিকাংশ প্রস্তাবনাই ইসির এখতিয়ারের বাইরে’
শুক্রবার, ২২ জুলাই ২০২২



---

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে প্রস্তাবনাগুলোর অধিকাংশই ইসির এখতিয়ারের বাইরে। তাইতো কমিশন বলছে, রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তবে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। সে ক্ষেত্রে রাজনৈতিক সমস্যা সমাধানে তাদের নিজেদেরই উদ্যোগ নেয়া উচিত বলে মনে করে কমিশন। প্রথম পাঁচ দিনের সংলাপের অভিজ্ঞতা জানতে চাইলে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচরকে সামনে রেখে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। চলমান এই সংলাপের শুরু হয় গত রোববার (১৭ জুলাই)। সেদিন সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় আসছে নির্বাচনকে ঘিরে ইসির পথচলা।

প্রথম পাঁচ দিনে অংশ নেয় ১৩টি রাজনৈতিক দল। তবে নির্বাচন কমিশনের সংলাপের ডাক প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মুসলীম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বিএনপি।

অংশ নেয়া দলগুলোর শতাধিক সুপারিশ জমা পড়েছে কমিশনে। নির্বাচনকালীন সরকার, ইভিএমের ব্যববাহার আর নির্বাচনের সময় কমিশনের ভূমিকা এমন ইস্যুতেই বেশি পরামর্শ দিয়েছেন আলোচনায় অংশ নেয়া দলগুলো।

কমিশন বলছে, এ পর্যন্ত আলোচনায় মনে হয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। তবে কমিশনের সাংবিধানিক ক্ষমতার বাইরেও নানা দাবি নিয়ে কথা বলছে রাজনৈতিক দলগুলো। এতে মনে হয় ইসির প্রতি তাদের প্রত্যাশা অনেক। কমিশন নিজেদের সাংবিধানিক ক্ষমতার মধ্য থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ইসির জন্য ভোটগ্রহণ অনেকটাই সহজ হয়ে যায়। তাই নির্বাচনকালীন সরকারসহ রাজনৈতিক হিসেবে দলগুলোকে নিজেদেরই মেটানোর পরামর্শ তার।

ইভিএম ভোট হওয়া না হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত থাকলেও সিদ্ধান্তে আসতে এখন সময় লাগবে বলে জানিয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ১১:৪৯:০৫   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ