‘চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেবে ম্যানচেস্টার সিটি’

প্রথম পাতা » খেলা » ‘চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেবে ম্যানচেস্টার সিটি’
শুক্রবার, ২২ জুলাই ২০২২



---

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লিগ ইপিএল। নতুন মৌসুমে কারা কেমন করবে তা নিয়ে আছে চুলচেরা বিশ্লেষণ। এবার ইংলিশ কোচ ও পন্ডিত ট্রেভর সিনক্লেয়ার এক ব্রিটিশ গণমাধ্যমে জানিয়েছেন ২০২২-২৩ মৌসুমে কারা থাকতে পারে ইপিএলের শীর্ষ আটে। ট্রেভরের মতে, নতুন মৌসুমেও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ নেবে ম্যানচেস্টার সিটি।

আর মাত্র কয়েকদিন। এরপরেই বন্ধ হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল উইন্ডো। তার আগে ছোট বড় ক্লাবগুলো ব্যস্ত নিজেদের গড়তে। এরই মধ্যে কিছু কিছু ক্লাব নিজেদের গুছিয়েই নিয়েছে পছন্দের খেলোয়াড় দলে ভিড়িয়ে। নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়েও নিচ্ছে ক্লাবগুলো।

এদিকে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় দিন গুনছে ফুটবলপ্রেমীরা। ইউরোপের সবচেয়ে জমজমাট যে লিগ ইপিএল, তা নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ভক্তদের মাঝে। এরই মধ্যে তো আগামী ইপিএল মৌসুমে কারা থাকবে শীর্ষ আটে তা নিয়েও বিশ্লেষণ করে ফেলেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এক ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইংলিশ কোচ ও ফুটবলার ট্রেভর সিনক্লেয়ার। যেখানে ২০২২-২৩ মৌসুমে কারা থাকছে ইপিএলের শীর্ষ আটে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তিনি।

ট্রেভরের মতে, চলতি দলবদল মৌসুমে ডাচ তারকা আর্লিং হল্যান্ড এবং লিডস থেকে ক্যালভিন ফিলিপসকে উড়িয়ে এনে এবার আরো শক্তিশালী দল গড়েছে ম্যানচেস্টার সিটি। তাই নতুন মৌসুমে ইপিএলে চ্যাম্পিয়ন হবে তারাই এবং সেই সঙ্গে হ্যাটট্রিক শিরোপার স্বাদও পাবে সিটিজেনরা, বলে বিশ্বাস সাবেক ম্যানসিটি উইঙ্গারের।

এদিকে গত মৌসুমে ম্যান সিটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই যাদের হয়েছিল সেই লিভারপুলকে ২ নম্বরে রেখেছেন ট্রেভর। যেহেতু গত মৌসুমে অল রেডদের হয়ে দারুণ পারফরম্যান্স করা সাদিও মানেকে দলবদলের বাজারে হারিয়েছে তারা। তাই দলের ভারসাম্য নিয়ে কিছুটা সংশয় রয়েই গেছে। যদিও আরেক তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজকে দলে ভিড়িয়েছে ইয়্যুর্গেন ক্লপরা।

নতুন দলবদল মৌসুমে টটেনহ্যাম হটস্পার সাইন করিয়েছে ছয় নতুন ফুটবলার। তাদের তিনে রেখেছেন ট্রেভর। অন্যদিকে, রাহিম স্টার্লিংকে দলে ভেড়ানো চেলসিকে চারে রাখলেও জেসুসকে দলে নেয়া গানারদের রেখেছেন ৫ নম্বরে।

ট্রেভরের লিস্টে অবশ্য শীর্ষ পাঁচে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের ছয় নম্বরে রেখেছেন এই ইংলিশ কোচ। এ ছাড়া ট্রেভরের পছন্দের তালিকায় সাতে ওয়েস্ট হ্যাম আর আট নম্বরে জায়গা করে নিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১১:৪৩:০৬   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ