কোপার সেমিতে আর্জেন্টিনা, ব্রাজিলের জয় ছয় গোলে

প্রথম পাতা » খেলা » কোপার সেমিতে আর্জেন্টিনা, ব্রাজিলের জয় ছয় গোলে
শুক্রবার, ২২ জুলাই ২০২২



---

নারী কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার (২২ জুলাই) ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত হলো আর্জেন্টিনার। এদিকে আগেই সেমি নিশ্চিত করা ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে পেরুকে হারিয়েছে ৬-০ গোলে।

আর্জেন্টিনার ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই নিশ্চিত হয়েছে লা আলবিসেলেস্তেদের জয়। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ০-৪ গোলে হেরে বিপদে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে পরের দুই ম্যাচে পেরুকে ৪-০ ও উরুগুয়েকে ৫-০ গোলে উড়িয়ে সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখে তারা।

দুই ম্যাচে ৯ গোল করার পর এ ম্যাচ ড্র করলেও হতো আর্জেন্টিনার। খেলা এগোচ্ছিল সে পথেই। ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো ম্লান মনে হচ্ছিল আর্জেন্টিনাকে।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার করা একমাত্র গোলে নির্ভার হয় লা আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নিয়েও সফল হতে পারেনি ভেনেজুয়েলা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এ জয়ের ফলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একই সময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকলো ব্রাজিল। গ্রুপ পর্বে ১৭ গোল করেছে ব্রাজিল; আর একটি গোলও হজম করেনি তারা।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৬   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ