টিআরপির সেরা হয়েছেন অপরাজিতার ‘লক্ষী কাকিমা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিআরপির সেরা হয়েছেন অপরাজিতার ‘লক্ষী কাকিমা’
শুক্রবার, ২২ জুলাই ২০২২



---

ছোট পর্দার জনপ্রিয় মুখ অপরাজিতা। এক মধ্য বয়স্ক বিবাহিত নারীর জীবন। কপালে সিঁদুর ,আর টিঁপ। হলুদ জমিনে লাল পেড়ে আটপৌড়ে তাঁতের শাড়ি। কোমরছোঁয়া চুল হাতখোঁপায় বন্দি। বাড়তি সাজ, খোঁপায় মৌসুমি ফুল। আর মুখের হাসি। এই হল লক্ষ্মী কাকিমা। লাবণ্যে কোনো ভাটা নেই।

চলতি সপ্তাহের টিআরপির ফল দেখে যেন নড়চড়ে বসেছে বাংলা ধারাবাহিকের দর্শকরা। ‘মিঠাই’, ‘গাঁটছড়া’, ‘ধুলোকণা’ নিয়ে যতই মাতামাতি হোক না কেন, কামাল করেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। টিআরপি তালিকায় সর্বোচ্চ জায়গা পেল জি বাংলার এই ধারাবাহিক।

এখানেই শেষ নয়, চলতি সপ্তাহে বাজিমাত করেছে ‘দিদি নম্বর ১’-ও। ৯.৫ নম্বর পেয়েছে। গত রবিবার এক বিশেষ এপিসোডে হাজির ছিলেন অপাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদার-সহ ধারাবাহিকের টিম। সেদিন সর্বোচ্চ টিআরপি পেয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের এই গেম শো। মানে এককথায় বলতে গেলে এখন শুধুই লক্ষ্মী কাকিমার জয়জয়কার।

কেমন লাগছে টিআরপির সেরার জায়গা ছিনিয়ে নিতে, প্রশ্ন করা হলে লক্ষ্মী কাকিমা ওরফে অপরাজিতা জানান, ‘আমি, দেবুদা, আমরা যে কাজটা করি, ভালোভাবেই করার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর টিকে আছি নিজের কাজের জন্যই। আসলে টিআরপি-টা অনেকটা সাপ আর লুডোর মতো। কেউ সাপের মুখে পড়বে কেউ আবার মই বেয়ে এগিয়ে যাবে। কেউ এগোবে, কেউ পিছোবে, এটা চলতেই থাকবে।’

আরও পড়ুন: এবার রাজের পরিচালনায় অভিষেক হচ্ছে সাই পল্লবীর!

অপরাজিতা মনে করেন, টিআরপি-তে ভালো ফল পেলে সেটে অনেক এনার্জি থাকে। বিশেষ করে নতুন যারা আসছেন-টেকনিশিয়ানদের। তারা উদ্বুদ্ধ হন। চ্যানেল ও প্রযোজকদের ব্যবসায়িক উন্নতি হয়। তবে টিআরপি নিয়ে এই মারামারি তার ওপরে খুব একটা প্রভাব ফেলতে পারে না। আসলে তিনি সবার সঙ্গে ভালোভাবে কাজ করায় বিশ্বাসী। কিন্তু এই টিআরপিতে এগিয়ে সবাইকে আনন্দ পেতে দেখলে তিনিও খুশি হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১:৩৬:৫৭   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ