ধানুশের হলিউডে কাজ করার নেপথ্যে কী?

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধানুশের হলিউডে কাজ করার নেপথ্যে কী?
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২



---

মুম্বাইতে ‘দ্য গ্রে ম্যান’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, আর সেই অনুষ্ঠানে ধানুশ কথা বলেন কীভাবে তাকে এ সিনেমার জন্য খুঁজে পান সিনেমার নির্মাতারা। এ ছাড়াও ধানুশ কথা বলেন এ সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা নিয়েও।

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশ। বর্তমানে তিনি তার আসন্ন হলিউড সিনেমা ‘দ্য গ্রে ম্যান’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে ধানুশের হলিউডে আত্মপ্রকাশ নিয়ে ভারতজুড়ে চলছে বেশ আলোচনা। ধানুশভক্তরাও মুখিয়ে আছেন এ সিনেমা দেখার অপেক্ষায়।

এবার ধানুশ তার হলিউড ডেব্যু নিয়ে কথা বলেছেন ‘দ্য গ্রে ম্যান’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে। ধানুশ জানান, কীভাবে তিনি ‘দ্য গ্রে ম্যান’-এর সব ক্রু মেম্বারকে প্রশ্ন করেছিলেন যে এ সিনেমায় তাকে কীভাবে নেয়া হলো? ধানুশ বলেন, ‘সত্যি বলতে, আমি খুব অবাক হয়েছিলাম যে তারা আমার সম্পর্কে জানত। যখনই আমি দলের কারো সঙ্গে কথা বলতাম, তাদের জিজ্ঞেস করতাম যে রুশ ব্রাদার আমাকে কীভাবে খুঁজে পেল? তারা বলত, আমরা কিছুই জানি না। আমি এমন প্রশ্ন তাদের বারবারই করতে থাকি আর তারা বলে তারা এ বিষয়ে কিছুই জানে না। ধানুশ এ সিনেমার নির্মাতাদের নিয়ে বলেন, রুশো ব্রাদার্সের সঙ্গে কাজ করা খুব সহজ ছিল। কারণ, তাদের কাজ করার পন্থা খুব সহজ, সরাসরি পয়েন্টে।

অন্যদিকে হলিউডের রুশো ব্রাদার ধানুশকে কীভাবে খুঁজে পেয়েছিল, সে সম্পর্কে কথা বলতে গিয়ে, জো রুশো অনুষ্ঠানে বলেন, ‘আমরা ধানুশের কয়েকটি অ্যাকশন সিকোয়েন্স দেখেছিলেম এবং আমার মনে আছে, তৃতীয় ক্লিপটির পর তাকে আমরা দেখতে দেখতে বলে উঠি: আমরা কেন ধানুশকে নিয়ে কাজ করছি না? ধানুশের ক্লিপগুলোতে তাদের প্রতিক্রিয়া ভাগ করে নেয়ার সময় জো এবং অ্যান্থনি রুশো দুজনেই একসঙ্গে বলে ওঠেন: চলো আমরা ধানুশকে নিয়ে কাজ করি।

জো ও অ্যান্থনি রুশো পরিচালিত, দ্য গ্রে ম্যান-এ প্রধান চরিত্রে রয়েছেন রায়ান গসলিং, ক্রিস ইভান্স ও ধানুশ। ২২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫০   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ