মাদারীপুরের চার উপজেলায় ১২৬ পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরের চার উপজেলায় ১২৬ পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২



---

মাদারীপুরের চার উপজেলায় ১২৬টি পরিবারের মধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার (২১ জুলাই)। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বুধবার (২০ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা এই লক্ষ্যকে সামনে রেখে ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন বলেন, মাদারীপুরের চার উপজেলায় এ পর্যন্ত এক হাজার দশটি ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ৯৭৭টি পরিবারের কাছে ইতোমধ্যে গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৩টি ঘর এখনও নির্মাণাধীন রয়েছে।

জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন তার বক্তব্যে আরও বলেন,মাদারীপুর সদর উপজেলার মধ্যে এখন আর কেউ গৃহহীন ও ভূমিহীন নেই। গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরী করার জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার ধারাবাহিকতায় সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩৮টি পরিবারসহ মোট ২১৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পরবর্তীতে আমরা যদি কোন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পাই তা হলে তাদেরকেও পুনর্বাসন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহকারী কমিশনার শংকর চন্দ্র বৈদ্যসহ জেলা-উপজলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৪৩   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ