অনুশীলনে ফিরেই সামাজিক মাধ্যমে মুশফিকের খোঁচা

প্রথম পাতা » খেলা » অনুশীলনে ফিরেই সামাজিক মাধ্যমে মুশফিকের খোঁচা
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২



---

জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের পরিশ্রমী বলে বেশ খ্যাতি আছে। ক্যারিয়ারের শুরুতে মেধাবী হিসেবে আখ্যা পাওয়া এই তারকা পরিশ্রমে নিজেকে শানিত করে পরিণত হয়েছেন দলের ব্যাটিং মেরুদণ্ডে। তবে নিজের এই পরিশ্রমী সত্তাটার প্রকাশ ঘটাতে গিয়ে মাঝে মাঝেই জন্ম দিয়ে বসেন বিতর্কের। আবারও নিজের অনুশীলনের ভিডিও ক্যাপশনে অযাচিত মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত এ তারকা।

সদ্যই পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় দলের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিক। হজ পালনের উদ্দেশ্যে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন না তিনি। ছুটি শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষায় আছেন জাতীয় দলের সবচেয়ে সিনিয়র এ সদস্য।

সামনে কড়া নাড়ছে জিম্বাবুয়ে সফর। এ সফরে ওয়ানডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে সম্ভাব্য সেরা দলের খোঁজে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ থাকলেও ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষা চালানোর ইচ্ছা তাদের নেই। অর্থাৎ নিয়মিত সদস্যদের নিয়েই জিম্বাবুয়ে সফরে যাবে দল। সে হিসেবে দুই ফরম্যাটের দলেই অন্তর্ভুক্ত হওয়ার কথা এই ব্যাটারের।

বিরতি শেষে তাই ক্রিকেটে ফিরতে অনুশীলনে নেমে পড়েছেন মুশফিক। পরিশ্রমী এই ক্রিকেটার যে অনুশীলনে বরাবরই একটু বেশি সিরিয়াস, সেটা তো সবারই জানা। অনেক তরুণের চেয়েও বেশি নিবেদনের সঙ্গে অনুশীলন করেন তিনি। এসব মোটামুটি ক্রিকেট পাড়ার সবারই জানা খবর। যার ফলও তিনি পেয়েছেন। ক্যারিয়ারের শুরুতে ভীষণ অধারাবাহিক এই উইকেটকিপার ব্যাটার এখন জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারের একজন। তার ধারাবাহিক রান করার ক্ষমতার জন্য তাকে মিস্টার ডিপেন্ডেবল নামে ডাকে দেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু ব্যাট হাতে মাঝে মাঝে স্লগ সুইপ বা রিভার্স সুইপ করে যেমন আত্মাহুতি দিয়ে নিজের মিস্টার ডিপেন্ডেবল উপাধিকে প্রশ্নবিদ্ধ করেন, তেমনি মাঠের বাইরেও নার্ভ হারিয়ে সমালোচিত হওয়ার দৃষ্টান্তও তৈরি করেছেন অনেকবার।

বৃহস্পতিবার (২১ জুলাই) ফের আলোচনায় তিনি এক বিতর্কের জন্ম দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়রা নিজেদের অনুশীলনের ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন। ভক্ত-সমর্থকদের জন্য তো বটেই, উঠতি খেলোয়াড়দের জন্য এসব ভিডিও হতে পারে অনুপ্রেরণার উৎস। কিন্তু এই ভিডিও উসকে দিতে পারে বিতর্কও। অন্তত মুশফিকের বেলা দ্বিতীয়টাই ঘটে বেশি।

মুশফিকের আপলোড করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভোরে ফাঁকা মাঠে একা দৌড়াচ্ছেন তিনি। তবে সেই ভিডিওচিত্রের সঙ্গে তিনি যে ক্যাপশন জুড়ে দিয়েছেন তাতেই আপত্তি অনেকের। ক্যাপশনে মুশফিক জানাচ্ছেন, বাকিরা যখন ঘুমে মগ্ন, তখন তিনি এই বিশ্রী ধরনের কঠিন কাজে ব্যস্ত। স্পষ্টতই কাউকে উদ্দেশ্য করেই এই কটাক্ষ করছেন তিনি।

ক্যাপশনে সবাইকে সালাম জানিয়ে মুশফিক লেখেন: ‘সুখ হচ্ছে এটাই যখন তাদের অধিকাংশই ঘুমাচ্ছে এবং আপনি বিশ্রী ধরনের কঠিন কাজটা করছেন।’

তার এ বক্তব্য ভালোভাবে নিচ্ছে না অনেকেই। কেউ কেউ মনে করছে, এ মন্তব্য হয়তো তার সতীর্থদের উদ্দেশেই করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই নিন্দা জানিয়েছে এ মন্তব্যের। অনেকেই তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেকে ফিট রাখা ও পারফর্ম করাটা যে তার দায়িত্ব, এটাও মনে করিয়ে দিয়েছেন কয়েকজন।

বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। ওয়ানডে ও টেস্টে অপরিহার্য হলেও টি-টোয়েন্টিতে মুশফিক কখনোই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। তাই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। খোদ বিসিবি আকারে-ইঙ্গিতে তাকে এ বিষয় নিয়ে ভাবতে বলেছে। কিন্তু মুশফিক চালিয়ে যেতে চান তিন ফরম্যাটের ক্রিকেটই। তবে কি সে ক্ষোভ থেকেই এমন মন্তব্য করছেন মুশফিক?

বাংলাদেশ সময়: ১২:২৯:৪৩   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ