ব্রুইনার গোলে আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ম্যানসিটির

প্রথম পাতা » খেলা » ব্রুইনার গোলে আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ম্যানসিটির
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২



---

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ম্যানচেস্টার সিটি। বেলিজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনার জোড়া গোলে পেপ গার্দিওয়ালার শিষ্যরা ম্যাচটি জিতে নেয় ২-১ গোলের ব্যবধানে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৃহস্পতিবার (২১ জুলাই) প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। দলের সঙ্গে থাকলেও এদিন অভিষেক হয়নি বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে সদ্য যোগ দেয়া আর্লিং হল্যান্ডের। ম্যাচের পুরোটা সময় নরওয়েজীয় তারকা কাটিয়েছেন বেঞ্চে।

নতুন স্ট্রাইকার যখন বেঞ্চে বসা, তখন গোল করার দায়িত্বটা সেরে নিলেন মিডফিল্ডার ডি ব্রুইনা। ম্যাচের ৩০ মিনিটে আক্রমণে গিয়ে ডি বক্সের বাইরে থেকে নেন দূরপাল্লার শট। প্রতিহত করতে ব্যর্থ হন ক্লাব আমেরিকার মেক্সিকান গোলকিপার গিয়ের্মো ওচোয়া।

এর ১৩ মিনিট পর দলকে সমতায় ফেরান হেনরি মার্টিন। প্রতি আক্রমণে গিয়ে মধ্যমাঠ থেকে মার্টিনের উদ্দেশে বল বাড়ান আলেজান্দ্রো। বল দখলে নিয়ে কোনো রকম বাধা ছাড়া ডি-বক্সে প্রবেশ করেন তিনি। ম্যানসিটির ডিফেন্ডাররা প্রতিহত করার আগে বাঁপায়ের আলতো শটে বল জড়ান জালে। এগিয়ে গিয়ে বল নিজের দখলে নেয়ার চেষ্টা করে কোনো ফল পাননি সিটির গোলকিপার।

গোল উৎসবে মেতে ওঠে আমেরিকার ডাগআউট। তবে তাদের বেশিক্ষণ উৎসবে মেতে থাকতে দেননি ডি ব্রুইনা। এর ৩ মিনিট পরই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলকে লিডে ফেরান এ বেলজিয়ান মিডফিল্ডার। ডি-বক্সের ডান কর্নারে ডি ব্রুইনার উদ্দেশে বল পাস দেন রিয়াদ মাহরেজ। বল দখলে নিয়ে প্রতিপক্ষের রক্ষণদেয়াল ফাঁকি দিয়ে বল জালে জড়ান ডি ব্রুইনা।

বিরতির পর আক্রমণ, প্রতি আক্রমণ চালায় দুই দলই। কিন্তু গোলের দেখা পায়নি আর কেউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করে মাঠ ছাড়ে গার্দিওয়ালার শিষ্যরা। প্রস্তুতিপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। আগামী ২৪ জুলাই তাদের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ল্যাম্বু ফিল্ডে মুখোমুখি হবে ম্যানসিটি। ওই ম্যাচে জোর সম্ভাবনা আছে সিটিজেনদের হয়ে নরওয়েজীয় তারকা হল্যান্ডের অভিষেকের।

বাংলাদেশ সময়: ১২:১৪:৩৬   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ