সরিষাবাড়ীতে স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিলো কিশোরের প্রাণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিলো কিশোরের প্রাণ
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২



---

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মা’র উপর অভিমান করে হানিফ পালোয়ান (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

আর এ ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুলাই) রাতে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে।

স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, নিহত কিশোর ছোট থেকেই মোটরসাইকেলের প্রতি ব্যাপক আসক্ত ছিল। তাই তাকে পুরাতন একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেওয়া হয়েছিলো। কিন্তু তার শখ ছিল নতুন একটি মোটরসাইকেলের। তাই তার চাওয়াকে গুরুত্ব দিয়ে পরিবারের পক্ষ থেকে টাকাও জোগাড়ের চেষ্টা চলছিলো। কিন্তু বুধবার রাতে আনুমানিক ১০টার দিকে ছেলেটি ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত কিশোর উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের আলী পালোয়ানের একমাত্র ছেলে এবং সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সে।

এদিকে নিহত কিশোরের চাচা শাহীনুর রহমান কে জানান, ছেলেটি বাবা-মায়ের খুবই আদরের ছিল। যখন যা আবদার করেছে, তাই পূরণ করার চেষ্টা করেছে। কিন্তু নতুন মোটরসাইকেল কিনতে তো অনেক টাকার ব্যাপার, তাই টাকা জোগাড় করতে একটু বিলম্ব হচ্ছিল বাবা-মা’র। কিন্তু ছেলেটি বাবা-মার উপর অভিমান করে আত্মহত্যা করে। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই।

এবিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.দেবাশীষ রাজবংশী কে বলেন, ছেলেটিকে রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার আত্মীয়স্বজনরা। কিন্তু হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

নিহত হানিফের আত্মহত্যায় মৃত্যুর সংবাদটি সরিষাবাড়ী থানার এস আই মুর্শেদ কে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২:১০:২৯   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ