৪ বছর পর দুই সিনেমা নিয়ে পর্দায় রণবীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪ বছর পর দুই সিনেমা নিয়ে পর্দায় রণবীর
বুধবার, ২০ জুলাই ২০২২



---

তাকে সবাই ডাকে চকলেটবয় নামে। বলিউডের নামজাদা পরিবারে জন্ম, তাই পর্দায় তার শুরুটা সহজ ছিল বলেই ধারণা করা হয়। রণবীর কাপুর। তবে এই ধারণাকেই পাল্টেছেন নিজের কাজ দিয়ে। তবে রকস্টারের সাফল্যের পর কিছুটা হলেও নেপোটিজমের হাত থেকে রক্ষা পেয়েছেন এই তারকা। সবশেষ তার মুক্তি পেয়েছিল সঞ্জু।

তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল পরবর্তী ছবি ঘিরে প্রস্তুতি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এত দিনে মুক্তি পেয়ে যেত শামশেরা বা ব্রহ্মাস্ত্র। তবে করোনার কারণে কোথাও গিয়ে যেন এক ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। সিনে দুনিয়ার ঝাঁপি সবার আগে বন্ধ হয়ে গিয়েছিল।

২০২১-এর শেষ থেকে স্বাভাবিক ছন্দে ফেরার পালা। একে একে মুক্তি পাচ্ছে এক একটি ছবি। সেই তালিকায় এবার পরপর রণবীর কাপুরের ছবি। ২২ জুলাই মুক্তি পেতে চলেছে শামশেরা। তারপরই পাইপলাইনে আছে ব্রহ্মাস্ত্র। টানা চার বছর পর পর্দায় ফিরছেন কাপুরপুত্র। ভক্তদের নজরে তাই এবার বলিউড বক্স অফিস ছন্দে ফেরানোর আশা। এখন লক্ষ্যে রণবীর কাপুরের শামশেরা ছবি। রণবীরের বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এখন এই ছবি বক্স অফিসে কত আয় করতে পারে প্রশ্ন সেখানেই, ২০ দিনের মাথায় আবার রণবীরের ছবিই মুক্তি পাচ্ছে।

দুদিন পরেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে শামশেরার প্রথম দিনের বক্স অফিস আয়ের যে সম্ভাব্য সংখ্যা সামনে উঠে আসতে দেখা গেল, তা শুনলে অবাক করবে। প্রথম দিনই ১২ কোটি আয় করতে চলেছে এই ছবি। বলিউডের ৩০-৪৫ কোটির ওপেনিংয়ের ইতিহাস থাকলেও বর্তমানে তেমনটা হওয়ার আশা ক্ষীণ। কারণ রয়েছে বেশকিছু, এক গত দুবছরে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার অভ্যাসে বেশ কিছুটা বাধা সৃষ্টি হয়, অন্যদিকে ওটিটির জেরেও নতুন ছবি হাতে পাওয়ার একটি অপেক্ষা চলে বেশ কিছু সংখ্যক দর্শকদের মধ্যে। পাশাপাশি দক্ষিণী বলিউড প্রতিযোগিতা বর্তমান। সব মিলিয়ে এখন ১২ কোটির ওপেনিং-ই বলিউডের কাছে বেশ আশাজনক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪৩   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ