আর্জেন্টিনার একজন রামোস থাকলে বিশ্বকাপ জিততেন মেসি

প্রথম পাতা » খেলা » আর্জেন্টিনার একজন রামোস থাকলে বিশ্বকাপ জিততেন মেসি
বুধবার, ২০ জুলাই ২০২২



---

চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপের গোল্ডেন বলও আছে তার শো-কেসে। তবুও একটা অতৃপ্তি কুরে কুরে খায় অনেকের চোখেই সর্বকালের সেরা ফুটবলার মেসিকে। এখনো যে জেতা হলো না বিশ্বকাপের শিরোপা। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ডিফেন্ডার অস্কার রুগেরির বিশ্বাস, সার্জিও রামোস যদি আর্জেন্টিনার হয়ে খেলতেন তবে মেসির এই অতৃপ্তিতে পোড়া লাগত না।

২০১৪ সালে ব্রাজিলে হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে মেসি দেখেছেন জার্মানির শিরোপা উৎসব। ম্যাচে তুলনামূলক ভালো খেলেও সেদিন আর্জেন্টিনা হেরে যায় মারিও গোটজের অতিরিক্ত সময়ের ভলিতে করা গোলে। তবে রুগেরির বিশ্বাস, স্পেনের ডিফেন্ডার সার্জিও রামোস যদি আর্জেন্টিনার হয়ে সেদিন মাঠে থাকতেন তবে হয়তো সেদিন বিশ্বকাপের শিরাপা নিয়েই ঘরে ফিরতেন আর্জেন্টিনার মহাতারকা।

বোকা জুনিয়র্সের সাবেক এ তারকা আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। তিনি মনে করেন, মেসি আর রামোসকে নিয়ে দল সাজালেই নিশ্চিত বিশ্বকাপ জয়।

সম্প্রতি ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি আর রামোসকে নিয়ে আর্জেন্টিনা দল গঠনের মানেই হলো একটা বিশ্বকাপ।

রামোস সম্পর্কে তিনি আরও বলেন, রামোস একটা দৈত্য। যদি আর্জেন্টিনার রক্ষণে রামোস থাকত, তাহলে তারা বিশ্ব চ্যাম্পিয়নই হতো। মেসিকে নিয়ে, আর সে যেমন খেলেছে, তাতে কোনো সন্দেহ নেই, সে বড় এক প্রভাবক।

বর্তমান আর্জেন্টিনা দলের খেলার প্রশংসা করলেও স্কলানির দলে একজন রামোসের অভাব বোধ করছেন তিনি। এই দলটার একটাই সমস্যা তার চোখে- রক্ষণভাগে একজন রামোস নেই।

তিনি বলেন, আমি রামোসের মতো একটা খেলোয়াড়কে আমার জাতীয় দলে চাইতাম। যদি আজ আমাদের দলে রামোসের মতো কেউ থাকতো, তাহলে আমরা প্রত্যেকটা বিশ্বকাপের জন্য ফেভারিট থাকতাম।

রাশিয়া বিশ্বকাপে রক্ষণ ভাগ নিয়ে ভুগলেও স্কলানির অধীনে দারুণ এক রক্ষণ ভাগ গড়ে তুলেছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, জার্মান পিজ্জেলা, ত্যাগ্লিয়াফকোদের নিয়ে আর্জেন্টিনার রক্ষণভাগ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা। এ রক্ষণ ভাগই তাদের এনে দিয়েছে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা। রুগেরির চোখে তারা ভালো হলেও রামোসের পর্যায়ে নেই। তার চোখে রামোস সর্বকালেরই সেরা ডিফেন্ডার।

১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এ ডিফেন্ডার বলেন, আমাদের ভালো ডিফেন্ডার আছে বটে, কিন্তু সর্বকালের সেরা ডিফেন্ডার নেই। রামোস সেরা খেলোয়াড়। সে যদি আর্জেন্টাইন হতো, তাহলে ভালোই হতো। সে আমার চেয়েও ভালো খেলোয়াড়। সে এক নম্বর। সে সবার চেয়ে ওপরে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪১   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ