পাঠ্যক্রমে ধর্মশিক্ষা বাদ দেয়ার তথ্য চূড়ান্ত মিথ্যা: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঠ্যক্রমে ধর্মশিক্ষা বাদ দেয়ার তথ্য চূড়ান্ত মিথ্যা: শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২



---

পাঠ্যক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেয়ার খবর ‘চূড়ান্ত মিথ্যা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেন, ধর্মের ধোঁয়া তুলে যারা বারবার সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়, তারাই অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

দীপু মনি বলেন, প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা, পুরো শিক্ষা ব্যবস্থায় এখন আমরা পরিবর্তন বা সংস্কারের কথা বলছি না, আমরা রূপান্তরের কথা বলছি। কারণ সারাবিশ্ব বিশ্বাস করে আজকে বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে সেখানে শিক্ষাকে রূপান্তর করতে হবে। আমরা ঠিক সেই পথে এগোচ্ছি।

তিনি বলেন, যেহেতু মিথ্যাবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে, আপনারা সেই মিথ্যাচারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেই সোচ্চার হবেন।

এসময় আগামী নির্বাচনকে সামনে রেখে নানান ষড়যন্ত্র আরও বেশি হচ্ছে জানিয়ে ছাত্রলীগকে সতর্ক থাকতে বলেন শিক্ষামন্ত্রী।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:২০   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ