মাদক থেকে ফিরুন সহযোগিতা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক থেকে ফিরুন সহযোগিতা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২



---

মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, মাদক বিক্রি ও সেবনে কখনোই মুখ উজ্জ্বল হবে না। বরং সমাজের চোখে ঘৃণিত হয়ে থাকবেন। তাই মাদক থেকে ফিরে আসুন।

মঙ্গলবার বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে মন্ত্রী বগুড়া পুলিশ লাইন্সে ‘মুক্তির অমর কাব্য ম্যুরাল’ উদ্বোধন করেন। পরে করোনায় মৃত পরিবহন মালিকদের পরিবার ও দুস্থ শ্রমিকদের আর্থিক প্রণোদনা দেন। এছাড়া প্রায় ৫০ জনকে ভ্যান গাড়ি, ১৫ জন নারীকে সেলাই মেশিন দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রথম টার্গেট যুব সমাজকে রক্ষা করা। যুব সমাজকে নিয়ে স্বপ্ন দেখছি ২০৩১ সালের মধ্যে সবাইকে সুশিক্ষিত করবো। আমাদের এই প্রজন্ম যদি পথ হারিয়ে ফেলে তাহলে দেশের স্বপ্ন শেষ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন সব ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ৬০ হাজার মাদক মামলা রয়েছে। পুলিশ প্রকাশ্যে ও গোপনে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ একা সরকারের পক্ষে সম্ভব নয়। পারিবারিক শাসন ব্যবস্থা শক্ত করতে হবে। আপনাদের সন্তান কাদের সাথে মেশে কি করে সেই খবর অভিভাবকেদের নিতে হবে। রাতে বাসায় ফিরলে তাদের কারণ জিজ্ঞেস করতে হবে।

পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি। ভারতের সীমান্তের পাশে যেসব ফেন্সিডিলের কারখানা সেগুলো তারা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতোমধ্যে কিছু বন্ধ করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে সবচেয়ে ভয়ংকর মাদক আসে। আমরা ইয়াবা দমনের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১০   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ