মালয়েশিয়ায় ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলা » মালয়েশিয়ায় ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২



---

প্রবাসে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এবং সবার মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়াতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল “ইয়ুথ বেঙ্গল ক্লাব” মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট-২০২২।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) কুয়ালালামপুর স্তাপাকের কেএসএল ইনডোর মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডিএফসি মালয়েশিয়া।

৩০ মিনিটের লড়াইয়ে খেলার চেয়ে বড় উদ্দেশ্য ছিল প্রবাসজীবনে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা। ম্যাচে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পক্ষে প্রথমার্ধে ৫ মিনিটের মাথায় ১টি গোল করেন অন্তর এবং ৮ মিনিটের মাথায় বিডিএফসি মালয়েশিয়ার হয়ে গোল শোধ করেন মিডফিল্ডার সাইফ উদ্দিন। ১২ মিনিটের মধ্যে আরও একটি গোল করেন সাইফ উদ্দিন। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিডিএফসি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আইআইইউএম আক্রমণের ধার বাড়িয়ে দেয়। পাল্টা আক্রমণে খেলা তুমুল জমে উঠেছিল। এমন সময় হয় ছন্দপতন। খেলা শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে হঠাৎ বিডিএফসি মালয়েশিয়ার ফুটবলারদের আক্রমণ রুখতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন আইআইইউএমের ডিফেন্ডার ফাহিম। আর তাতেই ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিডিএফসি মালয়েশিয়া। বিডিএফসি মালয়েশিয়ার হয়ে গোল দুটি করেন সাইফ উদ্দিন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির হয়ে দুটি গোল করেন অন্তর।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আইআইইউএম এর অন্তর এবং ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পান বিডিএফসি’র সাইফ।

পরে, বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন।

এ সময় তিনি বলেন, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে যোগ দেয়ার এত দিন পর আজ মনে হচ্ছে আমার কাজ পরিপূর্ণতা পেল। একসঙ্গে সবাইকে কাছে পেয়ে খুব ভালো লাগছে এবং যারা এমন সুন্দর আয়োজন করেছেন সবাইকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে শুভেচ্ছা জানাই। প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে এমন সুন্দর সুন্দর আয়োজন আপনারা আরও বেশি বেশি করবেন এবং বিভিন্ন জাতীয় দিবসে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে আমি মান্যবর হাইকমিশনার স্যারের কাছে আপনাদের হয়ে অনুরোধ জানাব।

এ ছাড়া জীবিকার জন্য অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখার স্বার্থে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে খেলোয়ারদের পরামর্শ দেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং উভয় দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও মেডেল পরিয়ে দেন উপস্থিত অতিথিরা।

ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাসেদ বাদল, ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খাঁন, মাহবুব আলম শাহ, জাহিদুর রহমান টিপু, জসীম উদ্দিন, আল আমিন আবুল কালামসহ বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ প্রবাসী এবং কমিউনিটির অন্য নেতারা।

আয়োজক ‘ইয়ুথ বেঙ্গল ক্লাবে’র সদস্য মোস্তফা ইমরান রাজু বলেন, প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধন আরও জোরালো করতে এমন আয়োজন আমাদের। আল্লাহর কাছে সবার সহযোগিতায় সুন্দর একটি আয়োজন করতে পেরে ভালো লাগছে। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে যারা স্পন্সর করেছেন এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, কেএম কার্গো, পিঠাঘর, আবুল কালাম স্পোর্টিং ক্লাব, এইট স্কয়ার, ইলমা সার্ভিস গ্রুপসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক আলি হায়দার মিতু, দুলাল আহমেদ ও নাহিদ মুন্সি উপস্থিত ছিলেন। স্থানীয় রেফারিদের পরিচালনায় অনুষ্ঠিত দুদিনব্যাপী এ খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেন এবং ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৪৬   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ