তামিমকে ছাড়াই দুই দফায় দেশে ফিরবে দল

প্রথম পাতা » খেলা » তামিমকে ছাড়াই দুই দফায় দেশে ফিরবে দল
সোমবার, ১৮ জুলাই ২০২২



---

ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দেশে ফেরার পালা। তবে সবাই আসছেন না একসঙ্গে। টাইগার দলনেতা তামিম ইকবালকে ছাড়াই দুই দফায় ফিরছবে টাইগার শিবির। অন্যদিকে লন্ডন ঘুরে দেশে ফিরবেন ড্যাশিং ওপেনার তামিম।

বাংলাদেশ দলের সফরের শুরুটা মোটেও সুখকর ছিল না। টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানের হারের শঙ্কায় পড়েছিলো দল। উভয় ম্যাচে ইনিংস হার এড়ানো গেলেও বড় হার আটকাতে পারেননি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। টি-টোয়েন্টিতেও দেখা মেলে একই চিত্র।

তবে ওয়ানডে সিরিজেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে দল। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেন তামিমরা। তিন ম্যাচে ১১৭ রান করে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত টাইগার দলনেতা।

সফর শেষ হওয়ায় কোনো সমস্যা না হলে আগামী বুধবার প্রথম বহর রাজধানীতে এসে পা রাখবে। পরের গ্রুপটি আসবে একদিন পরেই অর্থাৎ ২১ জুলাই। সবকিছু ঠিকঠাক থাকলে দুটি বহরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা বিকেল ৫টায়।

এদিকে দুই দফায় ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলেও আসছেন না তামিম ইকবাল। জানা গেছে, সেখান থেকে সোজা লন্ডনে পাড়ি জমাবেন বাঁ-হাতি এই টাইগার ওপেনার। সেখানে অবকাশ যাপনের পরে দেশের উদ্দেশে রওনা দেবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫০   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ