স্বপ্নভঙ্গ কবির ভূমিকায় বাবু

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বপ্নভঙ্গ কবির ভূমিকায় বাবু
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২



---

ছোটপর্দার দুর্দান্ত একজন অভিনেতা ফজলুর রহমান বাবু। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জিতে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে স্বপ্নভঙ্গ এক কবির ভূমিকায়। নাটকের নাম ‘একজন কবি আব্দুর রাজ্জাক’। অনুপ বালার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস আই সোহেল। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাবু।

এর গল্পে দেখা যাবে, কবি আব্দুর রাজ্জাক কবিতা লিখেন তার আবেগ, অনুভূতি দিয়ে। প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণে কবির হৃদয় থেকে বেরিয়ে আসে তার হৃদয়ে লালিত প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সামাজ ও রাষ্ট্রের কল্যাণ। কবি স্বপ্ন দেখেন তার লেখা একটি বই প্রকাশিত হবে, তার হৃদয়ের অনুভূতিগুলো ছড়িয়ে পড়বে বিশ্বময়। তার সাক্ষাৎকার মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়।

কিন্তু কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কবি আব্দুর রাজ্জাকের সেই স্বপ্ন ভেঙে যায়। একজন কবির প্রত্যাশা ও প্রাপ্তি, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’।

এই নাটকের বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করেছেন ফারজানা রিক্তা, শেলী আহসান, আমিন আজাদ, সাব্বির আহমেদ, দিয়া মনি ও নিথর মাহবুবসহ অনেকে। নাটকটি শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৫   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ