হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিক

প্রথম পাতা » খেলা » হজ পালন শেষে দেশে ফিরলেন মুশফিক
সোমবার, ১৮ জুলাই ২০২২



---

পবিত্র হজ পালন শেষে রবিবার রাতে বিমানযোগে দেশে ফিরেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাওয়া বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান মুশফিকুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ দল। কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাইগার শিবিরে ছিলেন না মুশফিকুর রহিম। পবিত্র হজ পালন করার জন্য আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশ দল একটি পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে। পূর্ণাঙ্গ এই সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টিতে হারের পর ওয়ানডে সিরিজে জয় পেয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এবার ফেরার পালা। তিন দফায় ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরবে সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা।

এদিকে দলের সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের হজ পালনও শেষ করলেন মুশফিক। চলতি মাসের ১ তারিখে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন মুশি। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুশফিক বিষয়ে বলেছিলেন, ‘হজে যাওয়ার জন্য মুশফিক আমাদের কাছে ছুটির আবেদন করেছিল। আমরা সেই ছুটি মঞ্জুর করেছি। কাজেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে আমরা পাচ্ছি না।’

জালাল ইউনুস আরও বলেছিলেন, ‘মুশফিক মূলত এক মাস আগেই হজে যাওয়ার পরিকল্পনা করে বিসিবিকে অবহিত করেন। কিন্তু হজে কোটা পাওয়া সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হচ্ছিল না। চট্টগ্রাম টেস্টের আগে মুশফিকের হজে যাওয়া চূড়ান্ত হয়ে গেলে, তার দেওয়া ছুটির লিখিত আবেদনও মঞ্জুর করে বিসিবি।’

বাংলাদেশ সময়: ১৫:০২:৩২   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ