জাপানে একদিনে এক লাখ ১০ হাজার করোনা শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে একদিনে এক লাখ ১০ হাজার করোনা শনাক্ত
রবিবার, ১৭ জুলাই ২০২২



---

জাপানে একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে। শনিবার দেশটিতে মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৭৫ জন, যা করোনা শুরুর পর সর্বোচ্চ। করোনার নতুন ঢেউয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে জাপান সরকার। খবর জাপান টাইমস।

হঠাৎ করেই যেন করোনার ভয়াল থাবায় দিশেহারা এশিয়ার দেশ জাপান। শুক্রবারের (১৫ জুলাই) পর শনিবারও (১৬ জুলাই) দেশটিতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৭৫ জন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাপানে একদিনে সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার ১৬৮ জনের করোনা শনাক্ত হয়।

এক প্রতিবেদনে জাপান টাইমস জানায়, দেশটির প্রধান প্রধান শহরগুলোতে সংক্রমণ বাড়ছে। টোকিওতে শনিবার নতুন করে ১৮ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়, যা এক সপ্তাহ আগের সংখ্যার প্রায় দ্বিগুণ।

জাপানের ওসাকা, কানাগাওয়া, ওকিনাওয়াতেও গত সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে আক্রান্তের সংখ্যা।

ওসাকার নতুন শনাক্তের সংখ্যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। এই প্রিফেকচারে শনিবার ১২ জানের ৩৫১ করোনা শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছেন। কানাগাওয়া প্রিফেকচারে গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ সংক্রমণ দেখা গেছে। সেখানে নতুন করে ৭ হাজার ৬৩৮ জনের শনাক্ত হয়েছেন। আইচি প্রিফেকচারে নতুন করে রেকর্ড ৭ হাজার ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওকিনাওয়া প্রিফেকচারে নতুন করে রেকর্ড ৩ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা পঞ্চম দিনের মতো ৩ হাজারের বেশি। হাইওগো প্রিফেকচার ৫ হাজার ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই প্রিফেকচারে দ্বিতীয় দিনের মতো ৫ হাজারের বেশি করোনা শনাক্ত। ফুকুওকা প্রিফেকচারে টানা তৃতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক করোনা শনাক্ত হয়েছে, শনিবার সেখানে ৬ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে সতর্ক থাকতে বলেছে কুশিদা সরকার। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সংক্রমণ বাড়লেও আশার কথা হচ্ছে মৃত্যুহার এখনো নিয়ন্ত্রণে আছে। সবশেষ একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২১   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ