তাইজুলের পাঁচ উইকেট, ১৭৮ রানে অলআউট উইন্ডিজ

প্রথম পাতা » খেলা » তাইজুলের পাঁচ উইকেট, ১৭৮ রানে অলআউট উইন্ডিজ
শনিবার, ১৬ জুলাই ২০২২



---

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের একাদশে জায়গা পেয়েই বাজিমাত করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ থেমেছে মাত্র ১৭৮ রানে। ফলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে হলে টাইগারদের তুলতে হবে ১৭৯ রান।

হোয়াইটওয়াশের মিশনে খেলতে নেমে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান। আর এর মাধ্যমে টানা তিন ম্যাচে টস জেতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন।

এদিকে টস হেরে ব্যাট করতে নেমে তাইজুল-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম দুই ম্যাচ খেলতে না পারা তাইজুল ইসলাম ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান। পঞ্চম ওভারে আরেক ওপেনার সাই হোপকে নিজের শিকান বানান তিনি। আউট হওয়ার আগে কিং ৮ ও হোপ ২ রান করেন। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে এসে মোস্তাফিজুর রহমানের বলে ৪ রানে আউট হন শামারা ব্রকস।

চতুর্থ উইকেট জুটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন দলনেতা নিকোলাস পুরান ও কেসি কার্থি। এ সময় দুজন মিলে তুলেন ৬৭ রান। ৬৬ বলে ৩৩ রানে নাসুম আহমেদের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কার্থি। পরের উইকেটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি রোভম্যান পাওয়েল। তাইজুল ইসলামের বলে বোল্ড হয়েছেন ব্যক্তিগত ১৮ রানে।

এরপর আর কেউই পুরানকে সঙ্গ দিতে পারেননি। আকিল হোসেন আউট হয়েছেন মাত্র ১ রানে। আর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৭৩ রানে থেমেছেন দলনেতা নিকোলাস পুরান। পুরানকে আউট করার মাধ্যমে নিজের ফাইফার নিশ্চিত করেন তাইজুল ইসলাম। ১০৯ বলে খেলা পুরানের ইনিংসটি চারটি চার ও দটি ছয়ে সাজানো। শেষদিকে ব্যাট হাতে ১৯ রান করেছেন রোমারিও শেফার্ড। আর ৭ রানে অপরাজিত থাকেন আলযারি জোসেফ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়েছেন দলীয় স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। আর একটি উইকেটের দেখা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৯   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ