তৃতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় নামছে বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » তৃতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় নামছে বাংলাদেশ
শনিবার, ১৬ জুলাই ২০২২



---

ওয়ানডেতে যে বাংলাদেশ শক্তিশালী দল। তার প্রমাণ মিললো আরও একবার। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট, টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ হওয়া দল ওয়ানডেতে টুঁটি চেপে ধরেছে স্বাগতিকদের। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত হওয়ায় এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের হাতছানি।

বাংলাদেশ এর আগে দুইবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছে। গায়ানায় তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজসহ ৮০তম ওয়ানডে সিরিজ খেলছে। এর মধ্যে চলতি সিরিজসহ লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৩১টি। তার মধ্যে আবার ১৫টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে সংখ্যার হিসেবে সেটি দাঁড়াবে ১৬টিতে।

প্রথমে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দ্বিতীয় সারির দলকে হোয়াইটওয়াশ (৩-০) করে আসে বাংলাদেশ। এরপর ২০২১ সালে ঘরের মাটিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পেরেছে।

হোয়াটওয়াশের পরিসংখ্যান ছাড়া গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সাফল্যের দিক থেকেও ক্যারিবীয়দের ছুঁয়ে ফেলার সুযোগ থাকছে। এখন পর্যন্ত ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় ২০টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২১টি। পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। শনিবার জিততে পারলে দুই দলেরই সমান ২১ টি করে জয় নিশ্চিত হবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের এই সিরিজ আইসিসির সুপার লিগের অংশ নয়। শেষ ম্যাচ জিতলে বাংলাদেশ পাবে এক রেটিং পয়েন্ট। যা র‌্যাংকিংয়ে খুব একটা প্রভাব ফেলবে না। ফলে শেষ ম্যাচের ফল অতটা গুরুত্বপূর্ণ না হওয়াতে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সিরিজ জয়ের দিনে এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে গায়ানাতেই তামিম জানান, শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা করবেন তিনি। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোও একই কথা বলেছিলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য একটা দিক থেকে গুরুত্বপূর্ণ। এতদিনে গুরুত্বপূর্ণ সব ওয়ানডে সিরিজ খেলেছি, যেখানে পয়েন্ট খুব জরুরি। দলে পরিবর্তনের কথা খুব একটা ভাবনায় আনা যায়নি। তবে এখানে সুযোগ আছে পরখ করার। কারণ ২০২৩ বিশ্বকাপে তাকিয়ে কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার ব্যাপার আছে।’

যদিও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ ডমিঙ্গো পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে এক মত নন বলে জানিয়েছেন! তার কথা, ‘সিদ্ধান্তটা জটিল (বেঞ্চ পরীক্ষা হবে কিনা)। সত্যি বলতে, আমি বিজয়কে খেলতে দেখতে চাই। কিন্তু তাকে নিলে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান লাইনআপে চলে আসে। আমি অনুভব করছি, আমাদের প্রতিপক্ষের বোলিং লাইনআপ বিবেচনায় একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। এজন্য ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না। সেই একমাত্র ব্যাটসম্যান যে কিনা এখনও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেনি। আমি যতটা সম্ভব ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটসম্যানকে রাখার পক্ষে।’

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ পাননি এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী। শেষ পর্যন্ত বেঞ্চের এই তিন ক্রিকেটার সুযোগ পান কিনা সেটাই দেখার। তবে শনিবারের ম্যাচে একাদশে অনেক পরিবর্তন না হলেও বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে। লিটন দাসকে বিশ্রাম দিয়ে এনামুলকে সুযোগ দেওয়া হতে পারে। মোস্তাফিজের জায়গাতে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৭   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ