একনেকের সভায় ১০ প্রকল্প উপস্থাপন

প্রথম পাতা » অর্থনীতি » একনেকের সভায় ১০ প্রকল্প উপস্থাপন
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২



---

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একনেকের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন একনেকের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী এবং সচিব পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের একনেকের সভায় ১০টি নতুন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

১০ টি নতুন প্রকল্প-

১. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট) এর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬৯৯ কোটি ৯৪ লাখ টাকা। একনেকে অনুমোদনের পর প্রকল্পটি সেপ্টেম্বর ২০২১ হতে জুন ২০২৬ সালে বাস্তবায়ন করবে নৌবাহিনী সদর দপ্তর ও সেনা সদর, ঢাকা সেনানিবাস।

২. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রকল্প ‘চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন’ একনেকে তোলা হবে। অনুমোদনের পর প্রকল্পটি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৬ সালে বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৬৩ কোটি ৮৩ লাখ টাকা।

৩. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদফতর। প্রকল্পের মূল ব্যয় ছিল ৩ হাজার ৫৬৭ কোটি ৮৫ লাখ টাকা। সংশোধনীর মাধ্যমে ৫ হাজার ৭৯১ কোটি ৬০ লাখ টাকার করার প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদফতর।

৪. স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশের ১০টি (দশ) অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা)’ শীর্ষক প্রকল্পটি একনেকে তোলা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫৫৯ কোটি ৬৮ লাখ টাকা। এ প্রকল্পে আইডিবি থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ৩০৮ কোটি ৬৭ লাখ টাকা। অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

৫. স্থানীয় সরকার বিভাগের আরও একটি প্রকল্প ‘ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পটি বৈঠকে তোলা হচ্ছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকা। সংশোধনীর মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৩ হাজার ৭৮০ কোটি টাকা। এডিবি থেকে প্রকল্পের ঋণ পাওয়া যাবে ২ হাজার ৩৩২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা ওয়াসা।

৬. স্থানীয় সরকার বিভাগের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ’ প্রকল্পটি একনেকে তোলা হচ্ছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

৭. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘ঢাকার আজিমপুরস্থ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ডাক্তার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও প্রশিক্ষণার্থীদের জন্য হোস্টেল/ডরমিটরি নির্মাণ’ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হচ্ছে। ৬৪ কোটি ৩৩ লাখ টাকার ব্যয়ের প্রকল্পটি একনেকে অনুমোদনের পর এটি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদফতর।

৮. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজির প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্পটি একনেকে তোলা হচ্ছে। একনেকে অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫০৩ কোটি ৩২ লাখ টাকা।

৯. স্থানীয় সরকার বিভাগের ‘গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি দ্বিতীয় সংশোধনের জন্য একনেকে তোলা হচ্ছে। প্রকল্পের মূল ব্যয় ছিল ৬১৪ কোটি ৮৪ লাখ টাকা। প্রথম সংশোধনীতে ১ হাজার ১২৩ কোটি টাকা এবং দ্বিতীয় সংশোধনীতে ১ হাজার ৮২৭ কোটি ৮০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

১০. কৃষি মন্ত্রণালয়ের ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট)’ প্রকল্পটি একনেকে তোলা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৯২ লাখ টাকা। একনেকে অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সভা শেষে প্রকল্পগুলোর ব্যাপারে সার্বিক সিদ্ধান্ত জানানো হবে বলে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ