বিএনপি-এক এগারোর কুশীলবরা আবারও ষড়যন্ত্রে মেতেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-এক এগারোর কুশীলবরা আবারও ষড়যন্ত্রে মেতেছে
শনিবার, ১৬ জুলাই ২০২২



---

বিএনপি ও এক এগারোর কুশীলবরা বিদেশিদের সঙ্গে নিয়ে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

শনিবার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভায় এ কথা বলেন তারা। যে কোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস টু ফর্মুলায় মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। তাকে কারান্তরীণ রেখে দেশ পরিচালনার নীলনকশা বাস্তবায়নের মাধ্যমে ঘোর রাজনৈতিক আঁধারের পরিস্থিতিতে পড়েছিল দেশ।

রাজনৈতিক পরিক্রমার সেই দিনটিকে দলীয় সভাপতির কারাবন্দি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচিতে শনিবারও দলের বৈঠকে এ নিয়ে কথা বলেন নেতারা। জানান, ষড়যন্ত্র এখনো থামেনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ড. ইউনূসরা এখনো জীবিত রয়েছে, তাদের ষড়যন্ত্র এখনো রয়েছে। পশ্চিমা ষড়যন্ত্র এখনো রয়েছে।

স্মৃতিচারণে সেই সময়ের ডাকসাইটে যেসব নেতাকর্মীর আন্দোলনে মুক্তি মিলেছিল দলীয়প্রধানের। সেই নেতারাও জানালেন, এক-এগারোর শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছিল বিএনপি ও সেই এক এগারো কুশীলবরা, তারা আবারও বিদেশিদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করার জন্য সে রকম অবস্থা তৈরি করছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ কর্মীর সংগঠন, নেতার নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক একটি অংশের চক্রান্তেই এক-এগারোর কবলে পড়েছিল দেশ।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে, রাজনৈতিক সব ষড়যন্ত্র মোকাবিলায় সর্বত্র সতর্ক থাকার আহ্বানও জানান কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:১৪:১৩   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ