ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ১৬ জুলাই ২০২২



---

শনিবার, ১৬ জুলাই ২০২২। ১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। তাই ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি:
১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৮৫৬ - (কারো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮ - বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রীসহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতারা উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
১৯৪৫ - নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ - মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩ - আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন।
১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
১৯৮১ - ডা. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
১৯৯৭ - মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
২০০৭ - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্ম:
১৮৬০ - অটো ইয়েসপার্সেন, একজন ডেনিশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।
১৮৭২ - প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন।
১৮৮৮ - নোবেলজয়ী (১৯৫৩) ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিক।
১৯৭৩ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার শন পোলক।
১৯৮১ - মেহের জেইন, লেবানন বংশোদ্ভূত সুইডিশ রক অ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সংগীত নির্মাতা।
১৯৮৯ - শায়লা শারমিন, বাংলাদেশি প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু:
১৭৪৭ - ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি।
১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
১৯৮৫ - নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
১৯৮৫ - চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুর।
২০০০ - সাংবাদিক শামছুর রহমান।
২০১৩- কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।
২০২১ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৫:০৩:০৪   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ