উরুগুয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলা » উরুগুয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
শুক্রবার, ১৫ জুলাই ২০২২



---

মেয়েদের কোপা আমেরিকায় গ্রুপে পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে রাতে মাঠছে আর্জেন্টিনা। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই আলবিসেলেস্তেদের।

কোপা আমেরিকা ফেমেনিনায় বাংলাদেশ সময় শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় কলম্বোর এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে দুই দল পরস্পরের মুখোমুখি হবে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে বড় হার দিয়ে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য সে শঙ্কা কাটিয়ে তারা পেরুকে বিধ্বস্ত করেছে একই ব্যবধানে। প্রতিপক্ষের জালে একটি করে বল জড়িয়েছে ইয়ামিলা রদ্রিগেজ, ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা এস্তাবাইল ও এরিকা লোনিগ্রো।

এবার তাদের সামনে প্রতিপক্ষ উরুগুয়ে। শেষ চারে জায়গা করে নিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। কারণ ‘বি’ গ্রুপে ইতোমধ্যে ব্রাজিলের নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শীর্ষস্থান দখলে রেখেছে। প্রথম ম্যাচ জিতে দুইয়ে আছে ভেনেজুয়েলা। দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ হেরে তিনে আর্জেন্টিনা। সেরা চারে জায়গা করে নিতে হলে আর্জেন্টিনাকে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে হবে।

শক্তির বিচারে আর্জেন্টাইন মেয়েরা অবশ্য উরুগুয়ের তুলনায় বেশ এগিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা উরুগুয়ানদের তুলনায় এগিয়ে আছে ৩৬ ধাপ। তাছাড়া দুই দলের মধ্যে এখন পর্যন্ত তিন বারের দেখায় সবকটি ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। ফলে সব পরিসংখ্যান বিশ্লেষণে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে থাকছেন ইয়ামিলারা। এ ম্যাচে জয় পেলে ভেনেজুয়েলার সঙ্গে সেরা দুইয়ের জায়গা নিয়ে তাদের মধ্যে লড়াইটা জমবে বেশ। ভেনেজুয়েলাও ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে।

‘বি’ গ্রুপে দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ব্রাজিল। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ভেনেজুয়েলা। দুই ম্যাচে ভেনেজুয়েলার সমান পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেরার চারের দৌড়ে প্রথমে আছে স্বাগতিক কলম্বিয়া। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে প্যারাগুয়ে। চিলি ও ইকুয়েডরের হাতে অবশ্য এখনো লড়াইয়ে ফেরার সুযোগ আছে। দুই ম্যাচে তাদের পয়েন্ট ২ করে।

মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৬   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ