প্রধানমন্ত্রী চাচ্ছেন মেয়েরাও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোক : শ ম রেজাউল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী চাচ্ছেন মেয়েরাও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোক : শ ম রেজাউল
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২



---

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন মেয়েরা দেশ গঠনে সকল ক্ষেত্রে এগিয়ে এসে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোক।
মন্ত্রী আজ বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর নাজিরপুর উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- মেয়েদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, গান বাজনাসহ সংগীতের সকল অঙ্গণে এবং ক্রীড়ায় যোগ্য মানুষ হিসেবে তৈরী করতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ-বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনের নাজিরপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ দু’টি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে নারীদের ক্ষমতায়ণের লক্ষ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সংরক্ষিত আসনের বিধান করে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত নারী উন্নয়নে প্রধানমন্ত্রীর সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তা হচ্ছে অবিষ্মরণীয়।
মন্ত্রী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ৯৩ নং উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে এবং রানার্সআপ হওয়া ১৭ নং চাপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। একই সময়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া যথাক্রমে ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫০ নং উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান অমূল্যরঞ্জন হালদারও বক্তব্য রাখেন।
মন্ত্রী এর আগে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণায়ের প্রেরিত অর্থে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস ও জন্মগত হৃদরোগীদের ৮৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। একই সাথে তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত দুঃস্থদের মাঝে সেলাই মেশিন এবং মহিলা সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৭   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ