পূর্বঘোষিত ১২ ঘণ্টা সময়ের আগেই শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, নগরবাসীর সহযোগিতার জন্যই এটি সম্ভব হয়েছে।
একই সঙ্গে মেয়র আগামী ঈদে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হল রুমে আয়েজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য তুলে ধরেন মেয়র।
ডিএনসিসি মেয়র বলেন, ‘সবার সহযোগিতায় পূর্বঘোষিত ১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করবে।’
এবার সিটি করপোরেশনের সাত নম্বর ওয়ার্ডে নির্ধারিত স্থানে প্রায় ছয় হাজার পশু কোরবানি দেয়া হয়েছে বলে জানান মেয়র। বলেন, ‘নিজে সেখানে গিয়ে দেখেছি দুপুরের মধ্যেই সাত নম্বর ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়।’
এ বছর কোরবানির বর্জ্য অপসারণে সাত নম্বর ওয়ার্ড প্রথম হওয়ায় সেখানে পুরস্কার হিসেবে বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে বলে জানান মেয়র।
ক্ষমতায় নয় বরং জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়ে এসেছেন বলে উল্লেখ করেন ডিএনসিসি মেয়র। বলেন, ‘আমি শহরকে পরিচ্ছন্ন রাখতে গতকাল (রবিবার) পুরোটা সময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছি এবং নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে পেরেছি।’
এ বছর পরীক্ষামূলকভাবে ডিএনসিসির তিনটি ওয়ার্ডের নয়টি নির্দিষ্ট জায়গায় পশু কোরবানি দেয়া হয়েছে। নির্দিষ্ট জায়গায় কোরবানি হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি খুব অল্প সময়ে বর্জ্য অপসারণ করা সম্ভব। আগামী ঈদে প্রতিটি অঞ্চলে নির্দিষ্ট স্থানে কোরবানির আহ্বান করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘আধুনিক জবাইখানা নির্মাণের জন্য দ্রুতই আমরা পদক্ষেপ নেব। সংশ্লিষ্ট বিভাগকে আমি নির্দেশনা দিয়েছে আধুনিক জবাইখানা নির্মাণের জন্য। গাবতলী স্থায়ী পশুর হাটের পাশেই উন্নত দেশের মতো আধুনিক জবাইখানা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।’
সংবাদ সম্মেলনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএনসিসি মেয়র।
কোরবানির বর্জ্যের পরিমাণ
ঈদের আগের দিন সকাল ১১টা থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত চার হাজার ২৬৭টি ট্রিপে মোট ১৯ হাজার ২২৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঈদের দিন (রাত ১০টা পর্যন্ত) এক হাজার ৫৮৮টি ট্রিপে ছয় হাজার ৮৭২ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঈদের পরের দিন বেলা ১১টা পর্যন্ত এক হাজার ৯৯৫টি, ট্রিপে ৮৪৮৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা
কোরবানির বর্জ্য অপসারণের জন্য বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব দুই হাজার ৪০২ জন এবং অন্যান্য বেসরকারি ব্যবস্থাপনায়সহ মোট নয় হাজার ৯৯০ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত করা হয়েছে।
বর্জ্য অপসারণে ব্যবহৃত যান-যন্ত্রপাতি
ঈদ উপলক্ষ্যে বর্জ্য পরিবহন সক্ষমতা কমপক্ষে ১০ হাজার টনে উন্নীতকরণে প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি নিয়োজিত করা হয়েছে। এ লক্ষ্যে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুই দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক, খোলা ট্রাক,ভারি যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারী এবং ভাড়ায় পিকআপভ্যানসহ মোট ৫৮৫টি গাড়ি ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় পরিবহন পুলের গাড়ি ছাড়া যান-যন্ত্রপাতি
৩৩টি পে-লোডার, পাঁচটি বেক-হো লোডার, ৭১ টি ড্রাম ট্রাক, ৮৩টি খোলা ট্রাক, ২৩৪ টি পিক-আপ এবং ১০টি পানির গাড়ি।
কেন্দ্রীয় পরিবহন পুলের নিয়ন্ত্রাধীন গাড়ির সংখ্যা-১৪০টি।
পরিবেশদূষণ রোধে গৃহীত কার্যক্রম
কোরবানির পশুর বর্জ্য দ্বারা যাতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না হয় সে লক্ষ্যে জবাইয়ের জায়গায় ১২টি ওয়াটার বাউজার দিয়ে তরল জীবাণুনাশক মিশ্রিত পানি স্প্রে করা হয়।
ছয় লাখ ৫০ হাজার পচনশীল বর্জ্য ব্যাগ, ৫৩ টন ব্লিচিং পাউডার, ৮৬৬টি ক্যান (প্রতিটি পাঁচ লিটার) পরিচ্ছন্নতার জন্য ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
আমিনবাজার ল্যান্ডফিলের সক্ষমতা বৃদ্ধি
ল্যান্ডফিলে ঈদুল আজাহার অতিরিক্ত বর্জ্য পরিবেশসম্মত ডিসপোজাল নিশ্চিতকরণে ১০ ফিট আয়তনের তিনটি পরিখা খনন করা হয়।
ঈদ উপলক্ষে ল্যান্ডফিলে বর্জ্য ড্রেসিং কার্যক্রমে ছয়টি এস্কেভেটর, চারটি চেইন ডোজার, দুইটি ট্যায়ার ডোজার ও একটি পে-লোডার সার্বক্ষণিক নিয়োজিত রাখা হয়েছে।
কন্ট্রোল রুম স্থাপন ও তদারকি টিম গঠন
কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশান-২, নগর ভবন নিচতলায় অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়। কন্ট্রোল রুমের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকির জন্য ২৩ সদস্য বিশিষ্ট একটি তদারকি টিম গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:৪৬:৩৪ ২৮৭ বার পঠিত