শিরোপার খুব কাছে বসুন্ধরা কিংস

প্রথম পাতা » খেলা » শিরোপার খুব কাছে বসুন্ধরা কিংস
বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২



---

চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। জয়সূচক গোলটি করেন দলের গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং। এ জয়ে ১৯ ম্যাচ ৪৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের খুব কাছে চলে গেল অস্কার ব্রুজনের শিষ্যরা। আর এক ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হবে তাদের। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা আবাহনী।

গেল ম্যাচে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল বসুন্ধরা কিংস। শিরোপা রেসে টিকে থাকতে এবার স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে তারকাসমৃদ্ধ দলটি। অন্যদিকে প্রথম লেগে কিংসের কাছে বড় ব্যবধানে হারায় ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর সামনে প্রতিশোধের সুযোগ ছিল। কিন্তু এ ম্যাচেও হারের আক্ষেপে পুড়ল চট্টলার ক্লাবটি।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে কিংসের। যদিও রবিনিয়ো-মিগেল-নুহাদের আক্রমণগুলোর সামনে বাধা হয়ে দাঁড়ান চট্টগ্রাম আবাহনীর গোলকিপার সাইফুল। ১৫ মিনিটে রবিনিয়োর পাসে মিগেলের শট রুখে দেন এই গোলরক্ষক। মিনিটখানেক পর ইয়াসিন আরাফারতে শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে কিংস শিবিরে।

২৩ মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় টানা তিন ম্যাচ হারা চট্টগ্রাম আবাহনী। ওমিদের ক্রসে পিটার থ্যাঙ্কগডের হেড অল্পের জন্য চলে যায় গোলবারের ওপর দিয়ে। চার মিনিট পর আরও একটি ভালো সুযোগ নষ্ট করে বসেন মোহাম্মদ ইব্রাহীম। ৩২ মিনিটে বড় ধাক্কা খায় চট্টগ্রাম আবাহনী। এ সময় চোট পেয়ে মাঠ ছাড়েন লিগের সর্বোচ্চ গোলদাতা থ্যাঙ্কগড। তার বদলি হিসেবে নামেন আরাফাত।

প্রথমার্ধের যোগ করা সময়ে রবিনিয়োর শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। চট্টগ্রাম আবাহনীর ক্যান্ডি অগাস্টিনও বড় কোনো পরীক্ষা নিতে পারেননি আনিসুর রহমান জিকোর। বিরতির পর কাঙ্খিত গোল পেতে অ্যাটাকিং ফুটবল খেলে বসুন্ধরা কিংস। ম্যাচের ৫১ মিনিটে অতিথিদের আনন্দের উপলক্ষ এনে দেন নুহা মারং। মিগেলের পাস থেকে চট্টগ্রাম আবাহনীর গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি এই গাম্বিয়ান ফরোয়ার্ড।

এরপর বলের দখল নিয়ে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল কিংসরা। কিন্তু রবিনিয়ো-মাহাদিদের শটগুলো জালে জড়াতে দেননি বন্দরনগরীরর দলটির গোলকিপার। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রুজন শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫০   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ