ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরো তীব্র করেছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরো তীব্র করেছে রাশিয়া
বুধবার, ৬ জুলাই ২০২২



---

ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাস এলাকায় মঙ্গলবার যুদ্ধের তীব্রতা আরো বেড়েছে। ন্যাটো যখন ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্যপদ দেয়ার প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাচ্ছিলো তখন রাশিয়ান সৈন্যরা দনবাস অঞ্চলে যুদ্ধে ধারাবাহিক বিজয় অব্যাহত রাখার চেষ্টা চালায়।
মস্কো বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে দনবাসের বেশ কয়েকটি শহর দখল করে উচ্ছ্বসিত। এই জয়ের মাধ্যমে তারা পশ্চিমের প্রতি চাপ বাড়িয়ে দেয়; তাদের পরবর্তী লক্ষ্যবস্তু স্লোভিয়ানস্ক শহর কেন্দ্র করে ‘ব্যাপক’ গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। স্লোভিয়ানস্ক শহরের মেয়র এ কথা জানান।
শহরের কেন্দ্রীয় মার্কেটে রাশিয়ান হামলায় অন্তত দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে। তারা কয়েকদিন ধরে এখানে একইভাবে মারাত্মক বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
এএফপি সংবাদদাতা সরজমিনে ওই মার্কেট চত্বরে এবং আশপাশের সড়কে রকেট হামলা প্রত্যক্ষ করেছেন। অগ্নিনির্বাপকদের সেখানে আগুন নেভাতে তৎপর দেখা গেছে। যুদ্ধ শুরুর আগে শহরটিতে ১ লাখ লোক বাস করতো।
দোনেৎস্ক অঞ্চলের গভর্ণর পাভলো কিরিলেনকো দাবি করেছেন,যার মধ্যে স্লোভিয়ানস্কও রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’
তিনি টেলিগ্রামে বলেন, ‘এটি চূড়ান্ত ও সরাসরি সন্ত্রাসবাদ।’
মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, রাশিয়ান বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় নির্ভুল লক্ষ্যবস্তুতে উন্নতমানের রকেট হামলা চালিয়েছে। এতে তারা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে।
কিয়েভ বলেছে, আরো অনেক এলাকায় রাশিয়ান বাহিনী মিসাইল ও আর্টিলারি হামলা চালিয়েছে।
এদিকে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনে আটক রুশ সৈন্যদের ওপর নির্যাতনের ব্যাপারে তদন্ত করছে। বন্দী বিনিময়ের অংশ হিসেবে তারা মুক্তি পেয়ে রাশিয়ায় ফিরেছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫৮   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ