সিটি ছেড়ে আর্সেনালে জেসুস

প্রথম পাতা » খেলা » সিটি ছেড়ে আর্সেনালে জেসুস
সোমবার, ৪ জুলাই ২০২২



---

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার এবার বেশ গরম। অনেক বড় বড় তারকা এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমাচ্ছেন। কেউ নিজের ইচ্ছায় যাচ্ছেন, আবার কাউকে বিক্রি করে দিচ্ছে তাদের ক্লাবগুলো। দলবদলের তালিকায় এবার যুক্ত হলেন ম্যান সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস। ৪৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

সাদিও মানে ছাড়া এতদিন লিভারপুলকে কল্পনাই করা যেত না। সেই সাদিও মানেকে বিক্রি করে দিয়েছে তারা বায়ার্ন মিউনিখের কাছে। তেমনি বরুশিয়া ডর্টমুন্ড থেকে আরলিং হ্যালান্ডকে কেনার কারণে স্ট্রাইকিং পজিশনে ম্যানচেস্টার সিটির অতিরিক্ত খেলোয়াড় দরকার নেই।

এ কারণেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে আর্সেনালের কাছে বিক্রি করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। জেসুসকে নিয়ে ম্যানসিটির সঙ্গে ৪৫ (প্রায় ৫১৩ কোটি টাকা) মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দফারফা হয়েছে আর্সেনালের। আর্সেনালে ৯ নম্বর জার্সি পরবেন জেসুস।

এদিকে আগামী মৌসুমের জন্য আর্সেনাল বেশ শক্ত দলই গঠন করতে চাইছে। তাদের নতুন কেনা খেলোয়াড় তালিকা দেখলেই বোঝা যাচ্ছে এটা। ফ্যাবিও ভিয়েরার পর তৃতীয় বড় কোনো চুক্তি করল তারা খেলোয়াড় কেনার জন্য। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে আরেক ব্রাজিলিয়ান মার্কুইনহোকে দলে নিয়েছে গানাররা।

ম্যানসিটির হয়ে চারটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে ফেলেছেন গ্যাব্রিয়েল জেসুস। ২০১৬-১৭ সালে সিটিতে যোগ দেয়ার পর ৫৮ গোল করেছেন তিনি। এবার গানাররা আশা করছে তাকে নিয়ে অনেক দূর যাওয়ার। এদিকে লিডস ইউনাইটেডের আরেক ব্রাজিলিয়ান রাফিনহাকেও দলে নেয়ার চেষ্টা করছে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৪   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ