নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন
রবিবার, ৩ জুলাই ২০২২



---

নানা আয়োজনে ১৫৫তম কানাডা ডে উদ্‌যাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সংগঠন এনবিসিসির উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়।

আগামী দিনে কানাডিয়ানদের সুখ ও শান্তির প্রত্যাশায় উদ্‌যাপিত হলো ১৫৫তম কানাডা ডে। প্রতিবছরের মতো এ বছরও কানাডা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ন্যাশনাল বাংলাদেশি কানাডিয়ান কাউন্সিল বা এনবিসিসির উদ্যোগে ব্যাপক আয়োজন করা হয়।

প্রতি বছর ১ জুলাই কানাডিয়ান ন্যাশনাল ডে বা কানাডা ডে উদ্‌যাপন করা হয়। ১৮৬৭ সালের এই দিনে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কানাডা। এরপর থেকেই স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে পালন করে আসছে কানাডিয়ানরা।

বছরের বেশির ভাগ সময়ই বরফাচ্ছন্ন কানাডা আয়তনের দিক থেকে ৯ হাজার ৯৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটোরিজ। ১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সব নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব।

মন্ট্রিয়লের বাংলাদেশি-অধ্যুষিত পার্ক এক্সটেনশনের কেন্দ্রবিন্দু ”প্যালেস ডি লা গারে–জেন–টালন”, উদ্যানে সারাদিন নাচ গানসহ বিভিন্ন অনুষ্ঠান চলে। এতে মেক্সিকো, তাঞ্জানিয়া, হাইতি, ইন্ডিয়া, পাকিস্তানসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সেখানে বসবাসরত একজন বাংলাদেশি বলেন, আমরা সব বাংলাদেশি আজ এখানে উদ্‌যাপন করছি। ছোট ছোট বাচ্চারা এসেছে এবং তারা দিনটি উপভোগ করছে।

আরেক প্রবাসী বলেন, অনেক বাংলাদেশি এসেছে। আজকে অনেক দিন পরে অনেকেই এখানে এসেছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে। কোভিডের পর অনেকের সঙ্গে দেখা হয়নি। আমাদের মাঝে এই চর্চাটা জরুরি।

এনবিসিসির প্রধান মনির হোসেন বাবলুর আয়োজনে নাজিয়া হোসেন ও সামিহা হোসেনের পরিচালনায় কানাডা ডে এর আনন্দ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শুভেচ্ছাবাণী পাঠ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪১:২৪   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ