সুনামগঞ্জবাসীর দুঃখ-দুর্দশা দূর করতে অ্যাকশন প্ল্যান করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জবাসীর দুঃখ-দুর্দশা দূর করতে অ্যাকশন প্ল্যান করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
শনিবার, ২ জুলাই ২০২২



---

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সুনামগঞ্জবাসীর দুঃখ-দুর্দশা দূর করতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। এতে সুনামগঞ্জবাসী এ বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে।

শনিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পানি অনেক নেমে গেছে। কিন্তু মানুষের দুর্ভোগ রয়ে গেছে। অনেক ঘরবাড়ি, মজুদকৃত খাবারসহ ঘরের ব্যবহৃত জিনিসপত্র নষ্ট হয়েছে। এখানকার মানুষের দাবি আমরা যেন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম আরও দুই সপ্তাহ চালিয়ে যাবো।

বন্যা দূর্গতের পুনর্বাসনের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে পুনর্বাসনের জন্য পর্যাপ্ত পরিমাণ টিন ও নগদ টাকা দেওয়া হবে। মাটি ও এলজিইডির ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বাসভবনে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের

এসময় আরও বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে প্রতিমন্ত্রী ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:১৮   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ