সুদানে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » সুদানে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬
শুক্রবার, ১ জুলাই ২০২২



---

সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে বিক্ষোভ করেন লাখো মানুষ।

এ সময় পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।

সামরিক শাসনবিরোধী বিক্ষোভে উত্তাল সুদান। বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি শহরে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। একপর্যায়ে প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগুতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বেশ কয়েকজন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিক্ষোভকারীরাও। দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা। আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

গত বছরের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আটক করে সুদানের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন সাধারণ মানুষ। দেশটির গণমাধ্যম বলছে, প্রায় ৯ মাস ধরে চলা আন্দোলন-বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৬ জন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ