সরকারের সমালোচনাকারী জনপ্রিয় সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সরকারের সমালোচনাকারী জনপ্রিয় সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ
বুধবার, ২৯ জুন ২০২২



---

ফিলিপিন্সে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা প্রতিষ্ঠিত অনুসন্ধানী সংবাদভিত্তিক ওয়েবসাইট র‌্যাপলার বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। প্রতিষ্ঠার পর থেকেই সংবাদমাধ্যমটি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সরকারের সমালোচনা করে আসছে। নিজেদের মেয়াদ শেষ হওয়ার আগে বুধবার (২৯ জুন) এটি বন্ধের নির্দেশ দেয় দুতার্তে কর্তৃপক্ষ। খবর বিবিসি।

ফিলিপাইনে রদ্রিগো দুতার্তে সরকারের সমালোচনা করে এমন হাতে গোনা কয়েকটি সংবাদমাধ্যমের একটি র‌্যাপলার। সাংবাদিক মারিয়া রেসা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ২০১২ সালে এটি প্রতিষ্ঠা করেন। গত বছর এক রুশ সাংবাদিকের পাশাপাশি শান্তিতে নোবেল পুরস্কার পান মারিয়া।

নিজ দেশে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসায় প্রশংসিত হন মারিয়া। বন্ধের নির্দেশের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাইটটি বন্ধ করা হবে না।

জনপ্রিয় সংবাদমাধ্যমটি বন্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার র‌্যাপলার বলেছে, তারা আদালতে এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, ‘এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ প্রক্রিয়ায় শুরু থেকেই অনেক অনিয়ম থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

২০১৮ সালে প্রথম র‌্যাপলার বন্ধের আদেশ দিয়েছিল ফিলিপিন্স সরকার। সে সময় দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়, কোম্পানিটি নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা একটি বিদেশি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। এর মধ্য দিয়ে ফিলিপিন্সের সংবাদমাধ্যমে বিদেশি মালিকানাসংক্রান্ত যে বিধিনিষেধ আছে, তা লঙ্ঘন করা হয়েছে।

তখন থেকেই এ আদেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে র‌্যাপলার। মঙ্গলবার সরকারি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, কোম্পানিটির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্তটি বহাল থাকছে। কারণ, কমিশন ও আদালতের পর্যালোচনায় দেখা গেছে, র‌্যাপলারের তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি অসাংবিধানিক।

এক বিবৃতিতে র‌্যাপলার বলেছে, সবশেষ আদেশটি ‘নিশ্চিত বন্ধাদেশ’। তবে এর মধ্য দিয়ে অবিলম্বে সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ঘোষিত মাদকবিরোধী যুদ্ধ নিয়ে তুমুল সমালোচনা করে আসছে র‌্যাপলার। এ অভিযানে বিদ্বেষ, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়বেন প্রেসিডেন্ট দুতার্তে। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। গত মাসের নির্বাচনে বড় ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন দুতার্তের মেয়ে সারা দুতার্তে।

সারা দুতার্তে ইতোমধ্যে ফিলিপিন্সের ১৫তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত ১৯ জুন নিজ শহর দাভাও-তে আয়োজিত এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করেন তিনি। এর আগে তিনি দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন করেন সারা।

বাংলাদেশ সময়: ১৮:১১:১৩   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ