নেইমার জানালেন কোন পাঁচজন তার চেয়ে সেরা

প্রথম পাতা » খেলা » নেইমার জানালেন কোন পাঁচজন তার চেয়ে সেরা
মঙ্গলবার, ২৮ জুন ২০২২



---

সমসাময়িককালের সেরা ফুটবলারের একজন নেইমার। অনেকের মতেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর তৃতীয় সেরা ফুটবলার নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব স্যান্তসে থাকাকালীন তার ফুটবল প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর বার্সেলোনায় এসে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়। ট্রেবল জিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে প্যারিসেও জ্বেলেছেন আপন প্রতিভার দ্যুতি। সম্প্রতি নেইমারকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল- বর্তমান সময়ে কোন পাঁচ ফুটবলার তার চেয়েও প্রতিভাধর। বেশ স্বাচ্ছন্দ্যেই জবাব দিয়েছেন সাম্বা বয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটবল বিষয়ক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘ওহ মাই গোল’ নেইমারকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল -বর্তমান সময়ের কোন পাঁচ ফুটবলার তার চেয়ে প্রতিভাবান? ব্রাজিলিয়ান তারকা বেশ সহজভাবেই নিয়েছেন এই প্রশ্নটি। জবাব দিতে গিয়ে হয়েছেন একদম বিনয়ের অবতার। তিনি বলেন, ‘আমার চেয়ে বেশি টেকনিক্যালি ভালো? আমি জানি না এটার উত্তর দিতে পারব কি না! দুনিয়ার সব বিনয় জড়ো করেই বলছি, আমি নিজেকে এই সময়ে পৃথিবীর সবচেয়ে টেকনিক্যাল খেলোয়াড়দের অন্যতম মনে করি।’

তবে নেইমার নিজেকেই সবার সেরা মনে করেন না। তার চেয়েও যে টেকনিক্যালি ভালো ফুটবলার আছে এটা নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন তাদের নামও। অনুমিতভাবে তাতে লিওনেল মেসির নাম থাকলেও নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তিনি বলেন, ‘তবে আমি বলব, (লিওনেল) মেসি, (ইডেন) হ্যাজার্ড, (কেভিন) ডি ব্রুইনা, (মার্কো) ভেরাত্তি, একজন বাদ পড়েছে নাকি? আমার চেয়ে বেশি টেকনিক্যাল… থিয়াগো (আলকান্তারা)! এরাই সেরা।’

নিজের চেয়ে সেরা প্রতিভার তালিকায় তার দেশ ব্রাজিলের কাউকেই রাখেননি নেইমার। এদের মধ্যে দুজনের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান। মার্কো ভেরাত্তির সঙ্গে তিনি পিএসজির ড্রেসিং রুম শেয়ার করেন। এর আগে ২০১৩ সাল থেকে ২০১৭ পর্যন্ত পাঁচ বছর মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেন তিনি। ২০২১ এ মেসি পিএসজিতে এলে দুজনের পুনর্মিলন ঘটে। একই দলে না খেললেও বাকিদের দলের বিপক্ষে খেলতে নেমে খুব কাছে থেকে এই তারকাদেরে দেখেছেন এ প্রজন্মের ব্রাজিলের সেরা তারকা।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪০   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ