ভারতে এক দিনে ৪৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু ২১ জনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে এক দিনে ৪৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি, মৃত্যু ২১ জনের
সোমবার, ২৭ জুন ২০২২



---

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭ জুন) সকাল ৮টায় জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৩ জন, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বেশি। খবর এনডিটিভি।

তারা জানায়, ক্রমেই দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। রোববার (২৬ জুন) ১১ হাজার ৭৩৯টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটে এবং ২৫ জনের মৃত্যু হয়। দেশটির দৈনিক করোনা পজিটিভিটির হার ৪.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে সাপ্তাহিক পজিটিভিটির হার ৩.৩০ শতাংশ।

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় ভারতের মোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন ৪,৩৪,০৭,০৪৬। গত এক দিনে মোট পরীক্ষা হয়েছে ৩,০৩,৬০৪ টি। গত ২৪ ঘণ্টায় ২,৪৯,৬৪৬টি ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে। মোট টিকার ডোজ দেয়া হয়েছে ১,৯৭,১১,৯১,৩২৯টি।

সোমবার (২৭ জুন) এক দিনে দেশটিতে ২১ জনের মৃত্যু ঘটে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৫,০২০ জনে। বর্তমানে দেশটিতে মৃত্যুর হার ১.২১ শতাংশ। কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫,২০৮ জন মানুষ সুস্থ হয়েছেন।

দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা ০.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতে এ মুহূর্তে সক্রিয় সংক্রমণের সংখ্যা ৯৪,৪২০। ভারতে এক সপ্তাহে ১ লাখ কোভিড-১৯ সংক্রমণ হয়েছে, মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আসামে গত ২৪ ঘণ্টায় ৩৬টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে, কোনো মৃত্যুর খবর নেই। তামিলনাড়ুতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি হচ্ছে তীব্রভাবে। রোববার ১,৪৭২টি নতুন সংক্রমণ হয়েছে রাজ্যেটিতে। মুম্বাইয়ে ২,৭৭১টি সংক্রমণ এবং পাঁচটি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার ফলে সংক্রমণের সংখ্যা ১১,০৭,৪৪৯-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ১৯,৫৯৯-তে পৌঁছেছে।

আসামে গত ২৪ ঘণ্টায় ৩৬টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে, কোনো মৃত্যুর খবর নেই। তামিলনাড়ুতে কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধি হচ্ছে তীব্রভাবে। রোববার (২৬ জুন) ১,৪৭২টি নতুন সংক্রমণ হয়েছে রাজ্যে। মুম্বাইয়ে ২,৭৭১টি সংক্রমণ এবং পাঁচটি মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে সংক্রমণের সংখ্যা ১১,০৭,৪৪৯-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ১৯,৫৯৯-তে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৯   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ