ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা, বাংলাদেশের দুঃসংবাদ

প্রথম পাতা » খেলা » ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা, বাংলাদেশের দুঃসংবাদ
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২



---

চলতি জুনের দারুণ পারফর্ম্যান্সের সুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শীর্ষে আছে ব্রাজিলই। তবে দুঃসংবাদ আছে বাংলাদেশের। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের কারণে জামাল ভূঁইয়ার দল নেমে গেছে চার ধাপ। আছে র‍্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে।

মার্চের ফিফা উইন্ডো শেষে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল ৪র্থ। চলতি মাসে মেসিরা খেলেছেন দুই ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা ইতালিকে ফিনালিসিমায় ৩-০ গোলে হারায় দলটি। এরপর মেসির পাঁচ গোলের সুবাদে এস্তোনিয়াকে হারায় ৫-০ ব্যবধানে।

ওদিকে র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স চার ম্যাচ খেলে জেতেনি একটিতেও, তিনটি ড্রয়ের পাশাপাশি আছে একটি হার। দুই দলের এমন বিপরীতমুখী পারফর্ম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে, ফ্রান্সকে পেছনে ফেলে আর্জেন্টিনা চলে এসেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে।

ব্রাজিল আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। যার ফলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।

র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশের জন্য আছে দুঃসংবাদ। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের ফলে র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের। চলতি মাসে ফিফা উইন্ডোটা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও বাংলাদেশ হেরেছে পরের তিন ম্যাচেই। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে আরও নিচের দিকে নেমেছেন জামাল ভূঁইয়ারা। মার্চের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৮তম অবস্থানে, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে এখন আছে ১৯২তম অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৫   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ