সেন্ট লুসিয়ায় পৌঁছলেন সাকিবরা

প্রথম পাতা » খেলা » সেন্ট লুসিয়ায় পৌঁছলেন সাকিবরা
বুধবার, ২২ জুন ২০২২



---

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে অ্যান্টিগা থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায় পৌঁছেছে সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে সফরকারীরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী শুক্রবার (২৪ জুন)। সেই ম্যাচে মাঠে নামার আগে বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার নিজেদের ঝালিয়ে নেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে হারের আগে ঘরের মাঠে লঙ্কানদের সঙ্গেও টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।

দলের ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে প্রথম টেস্ট চলাকালীনই বাংলাদেশ থেকে উড়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়। দ্বিতীয় টেস্টের আগে ডাক পড়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামে। এদিকে কাঁধের ইনজুরি থেকে ফিরে আসার পর কোমরে ব্যথা ছিল তাসকিন আহমেদের। সেটাও এখন ভালো তাসকিনের। যার ফলে ২৪ তারিখ সকালে উইন্ডিজ যাবেন তিনি।

সাদা পোশাকে ড্যারেন স্যামি স্টেডিয়ামে এর আগে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালে খেলা সে ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ। হারতে হয়ে ২৯৬ রানে বড় ব্যবধানে।

এর আগে ২০০৪ সালে যে টেস্ট খেলেছেন টাইগাররা, সে ম্যাচে জিততে না পারলেও ড্র করেছিল হাবিবুল বাশারের দল।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৫   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ