শুটিংয়ে শাকিব-অপুকে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেন আফসারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শুটিংয়ে শাকিব-অপুকে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেন আফসারী
বুধবার, ২২ জুন ২০২২



---

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে সেই খবর প্রকাশ্যে আসে ২০১৭ সালে। ক্যারিয়ারের কথা ভেবে দীর্ঘ ৯ বছর তারা দাম্পত্য জীবন রেখেছিলেন আড়ালে। শেষমেশ সন্তানসহ একটি টেলিভিশন লাইভে বোমা ফাটান অপু। তুলে ধরেন বিয়ে ও সন্তান গ্রহণের বিস্ফোরক তথ্য।

সাধারণ মানুষের কাছে শাকিব-অপুর বিয়ের খবর গোপন থাকলেও ইন্ডাস্ট্রির অনেকেই সেটা জানত। তবে কেউই প্রকাশ করেননি। স্বামী-স্ত্রী হওয়ার কারণে শুটিংয়ে তাদেরকে একসঙ্গেই থাকার ব্যবস্থা করা হতো। বিষয়টি জানালেন সফল নির্মাতা মালেক আফসারী।

তার পরিচালিত সুপারহিট সিনেমা ‘মনের জ্বালা’তে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব-অপু। এই সিনেমার শুটিংয়ের সময়ই তাদের বিয়ের কথা জানতে পারেন নির্মাতা। সিনেমার প্রযোজক তাপসী ঠাকুরের কথামতো শাকিব-অপুকে একটি বাংলোতে একসঙ্গে থাকার ব্যবস্থা করেন আফসারী।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মালেক আফসারীকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সেটা দেখেই কিছুটা ক্ষুব্ধ হয়েছেন তিনি। অপু বিশ্বাসের উদ্দেশ্যে আফসারী বলেন, “আপনাকে কবে থেকে ম্যাডাম বলে ডাকি জানেন? এক শীতের সময়, আউটডোর। মনে আছে, আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম দূরের বাংলোতে? কার ইশারায় জানেন? তাপসী ঠাকুরের। তিনি ‘মনের জ্বালা’ সিনেমার প্রযোজক। তিনি আমাকে ফোন করে বলেছেন, আপনাদের যেন এভাবেই রাখি। আমি অবাক হয়ে বললাম, একজন প্রযোজক হয়ে আপনি চাচ্ছেন নায়ক-নায়িকা একসঙ্গে থাকতে! তখন তিনি বলেন, ‘ওরা তো স্বামী-স্ত্রী। আপনি কসম করেন, কাউকে বলবেন না।’ আমি বলেছিলাম, ঠিক আছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার।”

অপুর উদ্দেশ্যে আফসারী বলে গেলেন, ‘এরপর দিন থেকে আপনাকে ম্যাডাম ডাকি। কারণ আপনি শাকিব খানের স্ত্রী। আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না।’

মালেক আফসারী অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও প্রকাশ করেন। ইন্ডাস্ট্রির নানান বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এটা নিয়ে তাকে ব্যাঙ্গ করেছেন অপু। সেজন্যই নতুন ভিডিওতে অপুকে জবাব দিয়েছেন তিনি।

আফসারী আরও বলেন, ‘আমি আপনাকে ট্রল করেছি, হজম করতে হবে। আমাকে নিয়ে ট্রল করেছেন, এটাও আমার হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলবে। সবাই বিনোদন নেবে। রিকশা-ভ্যানচালক অবসর সময়ে এসব থেকেই বিনোদন নেবে, ইউটিউব থেকে বিনোদন নেবে।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলের নাম আব্রাহাম খান জয়। অপু-ই তাকে বড় করে তুলছেন।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫২   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ