ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ৪
শনিবার, ১৮ জুন ২০২২



---

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) কক্সবাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় হত্যার ঘটনায় ব্যবহৃত চাইনিজ কুড়াল, রড, পাইপ, ধারালো চালের ফ্লাটবার উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ জুন রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে মিলন খান ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

গ্রেফতার আসামিরা হলেন: মো. জনি (৩০), মো. জাহিদ (৩০), মো. শাওন (২৫) ও পান্ন (২৭)। পরদিন ১৬ জনের নামে মামলা করেন মিরাজ খান।

আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন রাতে মামলার বাদী মো. মিরাজ খান ১২ নম্বর সেকশনের একটি হোটেলে খাবার খেতে যান। তখন একই হোটেলে আসামিরাও ছিলেন। একপর্যায়ে বাদীর সঙ্গে আসামিদের একটি তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। ওই বিবাদের জের ধরে বাদীকে মারধর করার উদ্দেশ্যেই ১৪ জুন আসামিরা ১২ নম্বর সেকশনের সিরামিক রোডে বাদীর বাসায় যান।

বাসার গ্যারেজের ভেতর প্রবেশ করে তারা জানতে পারেন মিরাজ খান বাসায় নেই। তাই তারা বাদীর বড় ভাই মিলন খানকে ঘটনাস্থলে পেয়ে দেশি ধারালো অস্ত্র রামদা, চাইনিজ শুনে, খুর, চাপাতি, লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন ও তার বাম পা ভেঙে দিয়ে পালিয়ে যান।

সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আসামিদের শনাক্ত করে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৩৯   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ