আরসিসি’র ১ হাজার ৭ দশমিক ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরসিসি’র ১ হাজার ৭ দশমিক ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



---

রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রায় ১ হাজার ৭ দশমিক ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।
আরসিসি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ বিকেলে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্ষিক বাজেট ঘোষণা করে বলেন, প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ উন্নয়নমুখী। নতুন বাজেটে নতুন করে কর আরোপের কোনো বিধান রাখা হয়নি।
কর্পোরেশনের চলমান এবং প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।
লিটন বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল প্রায় ১ হাজার ৮০ দশমিক ২৩ কোটি টাকা, যা ৭ শ’ ৬৯ দশমিক ০৩ কোটি টাকা সংশোধিত আকারে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গত চার বছরে নগরীতে প্রায় ৫২৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য চারটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, সিটি করপোরেশন নগরীর অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২ হাজার ৯শ’ ৩১ দশমিক ৬২ কোটি টাকার একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি আরো বলেন, “আমরা নগরীর উন্নয়নের জন্য প্রায় ২ হাজার ৭’শ ৫ দশমিক ০৮ কোটি টাকার আরও তিনটি প্রয়োজন-ভিত্তিক প্রকল্পের পরিকল্পনা করেছি।”
মেয়র বলেন, মহানগরীর অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, তারা শহরের প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১ হাজার ২’শ ৯ দশমিক ১৩ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য ১ হাজার ৪’শ ৬৫ দশমিক ১৮ কোটি টাকার আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এছাড়া প্রায় ৩০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার নির্মাণের পাশাপাশি প্রায় ২৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন করবেন তারা।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৭   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ