করোনা পরবর্তী পরিস্থিতিতে এ বাজেট অত্যন্ত সময়োপযোগী : সরকারি দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » করোনা পরবর্তী পরিস্থিতিতে এ বাজেট অত্যন্ত সময়োপযোগী : সরকারি দল
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



---

ঢাকা, ১৬ জুন, ২০২২: সংসদে ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, মহামারি করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতিতে এ বাজেট অত্যন্ত সময়োপযোগী।
তারা বলেন, কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন শীর্ষক এ বাজেট দেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করে একটি সুখী, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এ বাজেট প্রস্তাব পেশ করেন। আজ বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ১৩ জুন সংসদে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।
বাজেট আলোচনায় আজ অংশ নেন, সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, দীপংকর তালুকদার, নুর মোহাম্মদ, শাহে আলম, নূর উদ্দিন চৌধুরী নয়ন, আ ক ম সারোয়ার জাহান, শিবলী সাদিক, বেগম জাকিয়া পারভীন খানম, খোদেজা নাসরিন আখতার হোসেন, এম এ মতিন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মামুনুর রশীদ কিরণ, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, আনোয়ারুল আজিম আনার, খালেদা খানম, বেগম সুলতানা রাজিয়া, অপরাজিতা হক, বেগম জাকিয়া তাবাসুম, জাতীয় পার্টির মুজিবুল হক এবং বিএনপির মোশাররফ হোসেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শুধু মধ্যম আয়ের নয়, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
তারা বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এর সুফল এখন জনগণ ভোগ করে জীবনমানের উন্নয়ন করতে সক্ষম হয়েছে।
তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতা দক্ষতার সাথে মোকাবেলা করে দেশের অর্থনীতি ও জীবন যাত্রা সচল রাখায় দেশে বিদেশে শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। প্রস্তাবিত বাজেটকে করোনা পরবর্তী সাহসী ও বাস্তবসম্মত বাজেট বলে উল্লেখ করেন তারা।
সরকারি দলের সদস্যরা বাজেটকে বাস্তবসম্মত এবং করোনা পরবর্তী বর্তমান বৈশ্বিক পরিস্থিতি উপযোগি উল্লেখ করে বলেন, এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা তথ্য প্রযুক্তি, শিল্প বিনিয়োগ, যোগাযোগ অবকাঠামো, বিজ্ঞান ও গবেষণা সামাজিক সুরক্ষাসহ সব খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে এ বিষয়ে পর্যাপ্ত কার্যকর ব্যবস্থা রাখা হয়েছে।
তারা বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশের উন্নয়ন থমকে গিয়েছিল। আইনের শাসন, জনগণের ভোটাধিকারসহ কোন মৌলিক অধিকারই ছিল না। দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন। দেশে এখন শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ খাতে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।
তারা নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুকে জাতির আবেগ উচ্ছাস আর মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেন। তারা বলেন, শত ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে বাঙালি জাতির স্বপ্নের এ সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন এ সেতু উদ্বোধন করার পর এ সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:২৫   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ