ছিটকে গেলেন মার্করাম

প্রথম পাতা » খেলা » ছিটকে গেলেন মার্করাম
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২



---

করোনাভাইরাসে আক্রান্ত হবার এক সপ্তাহ পরও খেলার জন্যফিট না হওয়ায় ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম। ইতোমধ্যেই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই করোনায় আক্রান্ত হন মার্করাম। সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। করোনায় আক্রান্ত হবার পর এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে চলে যান মার্করাম।

শেষ দুই ম্যাচে মার্করামকে পাবার আশায় ছিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকলেও, খেলার মত ফিট নন মার্করাম।

এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, ‘টি-টোয়ন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বাদ নাম প্রত্যার করে নিয়েছেন মার্করাম। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হবার পর সাত দিন কোয়ারেন্টাইনে কাটিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচ খেলার মত অবস্থায় আসতে পারবেন না মার্করাম। মানসিক সুস্থতার যত্ন নেয়ার জন্য বাড়ি ফিরে যাবার অনুমতি দেয়া হয়েছ।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৪   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ