বেতারে কর্মরত ক্যাডারের কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতির বিষয়টি পুনঃবিবেচনার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেতারে কর্মরত ক্যাডারের কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতির বিষয়টি পুনঃবিবেচনার সুপারিশ
বুধবার, ১৫ জুন ২০২২



---

ঢাকা, ১৫ জুন, ২০২২ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতির বিষয়টি পুনঃবিবেচনা করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বেগম সিমিন হোসেন (রিমি), মো: মুরাদ হাসান ও খ: মমতা হেনা লাভলী সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ১০ম বৈঠকের কার্যবিবরনী নিশ্চিতকরণ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় ওভার-দ্য টপ (ওটিটি) ওয়েবভিত্তিক প্লাটফর্মের মাধ্যমে প্রচারের ক্ষেত্রে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট কমিটিতে প্রদানের সুপারিশ করা হয়।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এছাড়া সাব-কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শৃংখলা ফিরিয়ে আনতে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অনুপস্থিতির জন্য বেতন কর্তনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে সুপারিশ করে।
সভায় বাংলাদেশ বেতারের চলমান শিল্পী সম্মানী শিল্পীদের শ্রেণি ও মান অনুযায়ী যৌক্তিক হারে বৃদ্ধির সুপারিশ করে।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অ:দা:) মো: শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:৪২   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ