প্রস্তাবিত বাজেট দেশ ও জণগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের রূপরেখা : সরকারি দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রস্তাবিত বাজেট দেশ ও জণগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের রূপরেখা : সরকারি দল
মঙ্গলবার, ১৪ জুন ২০২২



---

ঢাকা, ১৪ জুন ২০২২ : জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা, প্রস্তাবিত বাজেটকে দেশ ও জণগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের রূপরেখা বলে উল্লেখ করেছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণের পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৬লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এ বাজেট প্রস্তাব পেশ করেন। আজ বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ১৩ জুন সংসদে চলতি অর্থ বছরের সম্পুরক বাজেট পাস করা হয়।
আজ বাজেটের ওপর আলোচনায় অংশ নেন, সরকারি দলের সাবের হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, রমেশ চন্দ্র সেন, হাবিবে মিল্লাত, এরোমা দত্ত, ইকবাল হোসেন, মোজ্জাফ্ফর হোসেন, আব্দুস সোবহান মিয়া, সাইফুজ্জামান, আনোয়ারুল আবদীন খান, শফিকুল ইসলাম শিমুল, আমিরুল আলম মিলন, নাজিম উদ্দীন আহমেদ, জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী এবং বিএনপির জাহিদুর রহমান
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে বলেন, এ বাজেট বর্তমান সরকার আমলের বিগত বাজেটগুলোর ধারাবাহিকতায় সফলভাবে বাস্তবায়িত হবে। আর এ বজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত- সমৃদ্ধির দিকে আরো এগিয়ে যাবে। যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাবে।
তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আমলের গত প্রায় ১৪ বছরের দেশ জনগণের উন্নয়ন অগ্রগতির খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, বিএনপি জামায়াত সরকার আমলে দেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের মানুষ সে সময় সার, বিদ্যুৎ, খাদ্যের দাবিতে রাস্তায় নামলে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। কৃষিতে সার, সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া পরার কোন অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও খাদ্য সহায়তার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।
সরকারি দলের সদস্যরা বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপের কথা বিশেষভাবে তুলে ধরেন। বিশেষ করে বিশাল আকারের প্রনোদনার কথাও তিনি উল্লেখ করেন।
তারা বলেন, এতো অর্জন, সাফল্যের পরও দেশে ষড়যন্ত্র থেমে নেই। উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, স্বাধীনতার ইতিহাস আবার বিকৃত করার জন্য এ ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের মতোই জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে। আবারো আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিা করবে।
তারা পদ্মা সেতু সম্পর্কে বলেন, শত ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জুন এ সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে ২৬ জুন থেকে যান চলাচল শুরু হবে।
সরকারি দলের সদস্যরা বলেন, এতো প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে আগামীতেও এটা বজায় থাকবে। এ ধারাবাহিকতায় ঘোষিত সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত- সমৃদ্ধ দেশে পরিনত হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩১   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ