প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।
আজ ১৩ জুন ২০২২ (সোমবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
উল্লেখযোগ্য ঘটনা
১৫২৫: রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।
১৭৫৭: রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
১৮৫৭: লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
১৮৭৮: ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
১৯০০: চীনে বক্সার বিদ্রোহ শুরু।
১৯০৬: ব্রিটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেনের আত্মপ্রকাশ।
১৯২১: ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা।
১৯৩৪: ইতালির ভেনাসে আডলফ হিটলার এবং বেনিটো মুসোলিনির সাক্ষাৎ।
১৯৪৩: ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত।
১৯৪৪: জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
১৯৫৩: কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
১৯৫৬: সবশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।
১৯৭১: অস্ট্রেলিয়ার সিডনিতে জি বডরিক নামে এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন।
১৯৭৪: ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
১৯৭৫: আলজিয়ার্স চুক্তি।
১৯৭৮: লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।
১৯৮২: সৌদি বাদশাহ খালেদের মৃত্যু। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।
১৯৮৩: ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত।
১৯৯৩: কিম ক্যাম্পবেল কানাডার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০০২: যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।
জন্ম
১৩৬৭: জোসনের রাজা তেজং, জোসন রাজবংশের রাজা।
১৫৫৫: জোভান্নি অ্যান্তোনিও মাজিনি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, মানচিত্রাঙ্কনবিদ ও গণিতজ্ঞ।
১৭৬৩: হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, ব্রাজিলের একজন কূটনীতিক, নিসর্গী, অধ্যাপক ও কবি।
১৮৩১: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী, তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের জন্য সুবিদিত।
১৮৫৪: চার্লস এ পারসনস, আইরিস ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক।
১৮৬৫: উইলিয়াম বাটলার ইয়েটস বিশ শতকের একজন আইরিশ কবি ও নাট্যকার।
১৮৯৭: পাভো নুরমি, ফিনিশীয় মাঝারি ও লম্বা দূরত্বের দৌড়বিদ।
১৯১১: লুইস ওয়াল্টার আলভারেজ, স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯১৮: বেন জনসন, মার্কিন অভিনেতা, স্টান্টম্যান ও রোডিও কাউবয়।
১৯২৭: ভাষাশহীদ আবুল বরকত।
১৯২৮: জন ফর্ব্স ন্যাশ, মার্কিন গণিতবিদ।
১৯৪০: জার্মান গায়িকা সারাহ কোনর।
১৯৪৪: বান কি মুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং জাতিসংঘের অষ্টম মহাসচিব।
১৯৫৩: টিম অ্যালেন, মার্কিন অভিনেতা।
১৯৬৫: মনিন্দর সিং, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭০: ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ডের সাবেক ও বিখ্যাত ক্রিকেট তারকা।
১৯৮১: ক্রিস ইভানস, মার্কিন অভিনেতা।
১৯৮৬: হন্ডা কেস্কে, জাপানি ফুটবলার।
১৯৮৬: ডিজে স্নেক, ফরাসি সংগীত প্রযোজক ও ডিজে।
১৯৯০: অ্যারন টেলর-জনসন, ইংরেজ অভিনেতা।
১৯৯৪: দীপিকা কুমারী, ভারতীয় নারী তিরন্দাজ।
মৃত্যু
১৬৪৫: মিয়ামোতো মুসাশি, জাপানি অসিযোদ্ধা ও রোনিন।
১৬৯৫: জন লাফুনতান, ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।
১৯৩১: কিতাসাতো শিবাসাবুরো, জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী।
১৯৩২: অপূর্ব সেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।
১৯৩৯: আর্থার কনিংহ্যাম, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৩: বাঙালি রসায়ন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত।
১৯৮৭: জেরাল্ডিন পেজ, আমেরিকান অভিনেত্রী।
২০০৫: আলভারো কুনহাল, পর্তুগিজ কমিউনিস্ট বিপ্লবী ও রাজনীতিবিদ।
২০১২: মেহেদী হাসান, পাকিস্তানের গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী।
২০১৫: মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
২০২০: মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সুলতান উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
দিবস
ভূমিকম্প সচেতনতা দিবস।
বাংলাদেশ সময়: ১২:০৮:৩৭ ৩৩৬ বার পঠিত