আবারও হোঁচট ফ্রান্সের, এমবাপ্পের গোলে কোনো রকমে রক্ষা

প্রথম পাতা » খেলা » আবারও হোঁচট ফ্রান্সের, এমবাপ্পের গোলে কোনো রকমে রক্ষা
শনিবার, ১১ জুন ২০২২



---

আবারও হোঁচট খেল ফ্রান্স। উয়েফা নেশন্স লিগের গ্রুপ ‘এ’ এর ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরে বসে ২-১ গোলে। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র। চার দলের গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে তারা। এর ফলে নেশন্স লিগের ফাইনালের পথ কঠিন হয়ে গেল এমবাপ্পে-বেনজেমাদের জন্য।

আসরে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার (১০ জুন) রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় খেলতে নেমে আরেকটি পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল ফ্রান্স। অন্যদিকে, অস্ট্রিয়া ছিল অসাধারণ জয়ের অপেক্ষায়। তবে কোণঠাসা দলকে উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। তার দুরন্ত গোলে কোনো রকমে রক্ষা পায় ফ্রান্স।

যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফরাসিরা। ১৮তম মিনিটে দারুণ সুযোগও এসেছিল এগিয়ে যাওয়ার। তবে দারুণ নৈপুণ্যে ডাবল সেভ করেন প্রতিপক্ষের গোলরক্ষক। প্রথমবার থিও এরনদেজের ফ্রি কিক গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালে পরমুহূর্তে বল চলে যায় করিম বেনজেমার কাছে। তার নিচু হয়ে নেওয়া হেডও আটকে দেন গোলরক্ষক।

ফ্রান্সের পর একটু একটু করে আক্রমণ শানায় অস্ট্রিয়াও। নিজেদের মাঠে স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচের ৩৭ তম মিনিটে। ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের দেখা পান আন্দ্রেয়াস ভাইমান।

অস্ট্রেয়িার এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে এবারও বেনজেমার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক পেনৎস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষমেশ দলকে সমতায় ফেরান ৬৩ তম মিনিটে বদলি হিসেবে নামা পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।

মাঠে নামার ২০ মিনিটের মাথায় অর্থাৎ ম্যাচের ৮৩তম মিনিটে দলকে স্বস্তির গোল এনে দেন এমবাপ্পে। ডি-বক্সের মুখে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ধোঁকা দিয়ে জোরাল শটে বল জালে পাঠান পিএসজি তারকা।

এমবাপ্পের গোলে শেষ পর্যন্ত ফ্রান্স হার এড়াতে পারলেও পয়েন্ট টেবিলে অবনমন হয়েছে দলটির। চার দলের গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে তারা।

এদিকে, রাতের আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ক্রোয়েশিয়া। তবে হারলেও এখনো ‘এ’ গ্রুপ থেকে শীর্ষে রয়েছে ডেনিশরা।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৩৫   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ