বড়পর্দায় আসছে ‘অমানুষ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড়পর্দায় আসছে ‘অমানুষ’
বৃহস্পতিবার, ৯ জুন ২০২২



---

বনদস্যুর গল্পে সিনেমা নির্মাণ করছেন ঢালিউডের আলোচিত নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘অমানুষ’। প্রথমবারের মতো নিরব-মিথিলাকে জুটি করেছেন তিনি। সিনেমায় বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশির চরিত্রে।

বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘অমানুষ’। ১৭ জুন সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে প্রচার। এর আগে ২৪ নভেম্বর মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সেন্সর সনদ দেওয়া হয়েছে।

বান্দরবনের একটি জঙ্গলে সিনেমার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। টানা ১৬ দিন সেখানে কাজ করেছে পুরো টিম। লকডাউনের কারণে আটকে ছিল বাকি অংশের কাজ। এরপর গানের কিছু অংশ ও দৃশ্যের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছে সিনেমার শুটিংপর্ব।

নিরব-মিথিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন নওশাবা, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ। এর আগে গত ৪ মে প্রকাশ হয়েছিল সিনেমার প্রথম পোস্টার। এতে সম্পূর্ণ নতুন লুকে দেখা গেছে নিরবকে। তার মাথায় ছোট চুল, ক্ষত গলায় তাবিজ বাধা, কাজল দেওয়া চোখে অন্যরকম চাহনি আর খাকি পোশাকের সঙ্গে কোমরে পিস্তলসহ দেখা গেছে। নিরবের পেছনেই পিস্তল হাতে সাদা পোশাকে দেখা গেছে মিথিলাকে।

নিরবের প্রশংসা করে পরিচালক অনন্য মামুনও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। এ পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে তার অবস্থান অনেক ওপরে থাকত। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। চরিত্রের জন্য তার শখের চুল ফেলতে বলেছিলাম, একবাক্যে হ্যাঁ বলেছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, জঙ্গলে বিভিন্ন প্রতিকূল পরিবেশে আমাদের শুটিং হয়েছে। এ চরিত্রের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। মাথার চুল ছোট করা থেকে শুরু করে অভিনয়-সংলাপ, সবকিছুতে পরিবর্তন আনার চেষ্টা করেছি। পুরো টিমের আন্তরিকতার কোনো কমতি ছিল না। বাকিটা দর্শকের ওপর।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০৪   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ