বুয়েটে সনির ২০তম মৃত্যুবার্ষিকী ও সন্ত্রাস বিরোধী দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বুয়েটে সনির ২০তম মৃত্যুবার্ষিকী ও সন্ত্রাস বিরোধী দিবস পালন
বুধবার, ৮ জুন ২০২২



---

বুয়েটের মেধাবী শিক্ষার্থী সাবেকুন নাহার সনির ২০তম মৃত্যুবার্ষিকী ও সন্ত্রাস বিরোধী দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বুধবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ উপলক্ষ্যে বুয়েটের সাবেকুন নাহার সনি হলের সামনে স্থাপিত সনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ও বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা।

এ ছাড়াও সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। মানববন্ধনে বক্তারা সনির হত্যাকারী সাজাপ্রাপ্ত পলাতক ছাত্রদল নেতা মুকি, টগরসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের রায় কার্যকরের দাবি জানান।

সেই সঙ্গে সনির স্মৃতিকে চির অম্লান করে রাখতে বুয়েটের সাবেক-বর্তমান সব শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বুয়েটের ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘সাবেকুন নাহার সনি হল’ করায় বুয়েটের বর্তমান উপাচার্য, সহ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বুয়েটের সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, প্রকৌশলী মনিরুজ্জামান মনির, প্রকৌশলী শফিউল আলম ডলার, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী তন্ময় আহমেদ, প্রকৌশলী আবু হাসান মাসুদ, প্রকৌশলী আবু সাইদ কনক, প্রকৌশলী জয় প্রকাশ প্রমুখ।

২০০২ সালের ৮ জুন বুয়েট একাডেমিক ভবনে ক্লাস শেষে হলে ফেরার পথে টেন্ডারবাজিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত হন বুয়েটের কেমিকৌশল বিভাগের মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি। এরপর থেকে দিনটিকে ‘সন্ত্রাস বিরোধী দিবস’ হিসেবে পালন করেন বুয়েটের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৫৫   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ